প্রতিবেদন : সরকারি মেডিক্যাল (medical college) কলেজের পিজিটি হয়েও দেদার চলছে প্রাইভেট প্র্যাকটিস! ঘটনায় অভিযুক্ত উত্তর শহরতলির সাগর দত্ত মেডিক্যাল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের চিকিৎসক মনজিৎ মুখোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে ডাবলুবিজেডিএ-র গাইড লাইন অমান্য করারও অভিযোগ উঠেছে। এই নিয়ে নিজেদের স্যোশাল মিডিয়া পেজে তথ্য দিয়ে পোস্ট করেছে জুনিয়র ডাক্তারদের সংগঠন ডাবলুবিজেডিএ। এই মনজিৎ মুখোপাধ্যায়ই সাগর দত্ত মেডিক্যাল কলেজে জুনিয়র মহিলা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর হেনস্থার ঘটনায় সরব হয়েছিলেন।
আরও পড়ুন-দুর্ঘটনা কমাতে মেগা বৈঠক, প্রচারে নামছে পরিবহণ দফতর
তিনিই আবার ওই হাসপাতালের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন বা আরডিএ-র প্রেসিডেন্ট। ওই গাইডলাইনে স্পষ্ট লেখা আছে কোনও পিজিটি প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন না। সংগঠনের দাবি, কলকাতা-সহ আশপাশের অনেক বেসরকারি প্রতিষ্ঠানে প্রাইভেট প্র্যাকটিস করছেন মনজিৎ মুখোপাধ্যায়। শুধু তাই নয়, সেইসব সংস্থার পোর্টালে কনসালটেন্সির জন্য নিজের প্রোফাইলও রেখেছেন এবং সেখান থেকে বুকিংও নিচ্ছেন তিনি। এই অবস্থায় ডাবলুবিজেডিএ ডাঃ মুখোপাধ্যায়ের কাছে জানতে চায়, কোন নিয়মে তিনি সপ্তাহে ৭ দিন ব্যক্তিগত স্বার্থে প্রাইভেটে প্র্যাকটিস করছেন? উনি যে সময় প্রাইভেট প্র্যাকটিস করছেন, সেই সময় ওঁর সাগর দত্ত মেডিক্যাল কলেজে রোগী পরিষেবা দেওয়ার কথা। যার জন্য তিনি প্রতি মাসে মোটা অঙ্কের স্টাইপেন্ডও পান।