সংবাদদাতা, নদিয়া : মাসে একদিন প্রয়াত ঠাকুরমা লতিকারানি দে-র স্মরণে নিজের বাড়িতেই নিয়মিত দুঃস্থ মানুষের চিকিৎসা করেন ডাঃ তন্ময় দে। ডাক্তারি পাশ করেই এই কাজ করে আসছেন শান্তিপুরের তরুণ চিকিৎসক। তাঁর বক্তব্য, অনেকেই অর্থাভাবে মোটা টাকার ওষুধ কিনতে পারেন না, বিনামূল্যে পরিষেবা চালু থাকলেও ভিড়ের কারণে পুরো সমস্যা খুলে বলাও অনেকের ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না। সাধারণ মধ্যবিত্তের ঘর থেকে ডাক্তারি পাশ করা তরুণের এই ধরনের মানবিক উদ্যোগকে একবাক্যে সাধুবাদ জানান এলাকার চিকিৎসকরা।
আরও পড়ুন-মহারাষ্ট্রে ইডির সরকার, স্বীকার করলেন দেবেন্দ্র
বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও মাঝেমধ্যেই তাঁকে ডেকে নিয়ে যায় প্রান্তিক এলাকায় আয়োজিত বিনামূল্যের শিবিরে। ডাকামাত্র হাসিমুখে হাজিরও হয়ে যান তিনি। প্রান্তিক মানুষের সমস্যা, দুর্দশার পাশেই থাকতে চান সব সময়। এই পরিষেবা দেওয়া তাঁর কাছে নেশার মতো, যা আজকের দিনে প্রায় বিরল। রবিবার বাড়িতে এরকম এক নিখরচার চিকিৎসা শিবিরে ২৫ জনের লিভার ফাংশন টেস্ট এবং ৬৭ জনের সুগার স্ক্রিনিং টেস্ট করিয়ে দেওয়ার ব্যবস্থাও করে দিলেন মানবিক ডাক্তারবাবু। দু’বছরে বিনামূল্যে এরকম প্রায় তিনশোজনের লিভার ফাংশন টেস্ট করিয়ে দিয়েছেন তিনি।