বিনা অনুমতিতে অবস্থান, পুজোর মরশুমে হয়রানি সাধারণ মানুষের

Must read

প্রতিবেদন : উৎসবের মরশুমে জুনিয়র ডাক্তাররা (Doctors Agitation) জনবহুল ধর্মতলার মেট্রো চ্যানেলে অবস্থান-অনশনে বসার বায়না শুরু করেছে। কিন্তু পুলিশ সটান জানিয়ে দিল পুজোর কলকাতায় মেট্রো চ্যানেলে কোনও অবস্থান করা যাবে না। শুক্রবার দুর্গোৎসবের মাঝেই জুনিয়র ডাক্তাররা হুঁশিয়ারি দেন অনির্দিষ্টকালের জন্য অনশনে বসার। কিন্তু এক্ষেত্রে প্রশ্ন ওঠে, ধর্মতলার মতো জনবহুল জায়গা, ক্রেতা-বিক্রেতা ব্যবসায়ীদের সমাগম, সেখানে যদি বিনা নোটিশে এসে কেউ বসে পড়ে, সেটা কি কোনও যুক্তিগ্রাহ্য কথা?
শনিবার মেল মারফত পুলিশের তরফে জুনিয়র চিকিৎসকদের জানিয়ে দেওয়া হয়, একদিকে সাধারণ মানুষের সমস্যা ও অন্যদিকে পুজোর মরশুমে আইনশৃঙ্খলা পরিস্থিতি। তাই জুনিয়র চিকিৎসকদের (Doctors Agitation) কোনও অনুমতি দেওয়া সম্ভব হল না। শুক্রবার ধর্মতলার মেট্রো চ্যানেলে জমায়েত করেন জুনিয়র চিকিৎসকরা। কার্যত বিনা অনুমতিতেই আন্দোলন শুরু করেন। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে তাঁরা কলকাতা পুলিশের কাছে অবস্থানের অনুমতি চেয়ে রাত ৯টা ৫৫ মিনিটে একটি মেল পাঠান। কার্যত বিনা নোটিশেই আগে থেকে অবস্থানে বসে পড়েন তাঁরা। পুলিশের পক্ষ থেকে অবস্থানের কোনও সম্মতি দেওয়া হয়েছিল কি না, তা দেখারও প্রয়োজন বোধ করেননি তাঁরা। ধর্মতলার মতো জনবহুল জায়গায় বিনা নোটিশে এসে বসে পড়েন। ডাক্তারবাবুরা একবার ভাবলেন না, উৎসবের মরশুমে ধর্মতলার মতো জনবহুল স্থানে ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে আন্দোলনে বসা সমীচীন হবে না।
এ বিষয়ে তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের প্রশ্ন, ডাক্তাররা এই বিষয়টা ভাববেন না! নাকি কোথাও কথা দেওয়া আছে? যে ডিস্টারভেন্সটা চালিয়ে যেতে হবে। সিপিএমের ‘যুবশক্তি’তে যুবসংগঠনের নেতা সুবর্ণ গোস্বামীর নাম রয়েছে সিপিএমের পুজো সংখ্যায়। তিনি নিজেকে নিরপেক্ষ বলে জ্ঞান দিয়ে বেড়ান। যুবশক্তির সম্পাদক হিসেবে নাম রয়েছে কলতান দাশগুপ্তর। নিরপেক্ষতার ছদ্মবেশে সিপিএম ডাক্তারি আন্দোলনের মাধ্যমে সরকারকে হয়রান করার চেষ্টা করছে।
এদিন কলকাতা পুলিশের পক্ষ থেকে মেলে জুনিয়র চিকিৎসকদের জানিয়ে দেওয়া হয়, উৎসবের মরশুমে কেনাকাটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মতলা চত্বর। সামনেই নিউ মার্কেট, বহু মানুষের যাতায়াত, তারপর মণ্ডপে মণ্ডপে ঠাকুর নিয়ে যাওয়ার ভিড়। এখানে অবস্থান চালালে সাধারণ মানুষের সমস্যা। চিকিৎসকদের প্রস্তাবিত জায়গায় অবস্থান-বিক্ষোভ শুধুমাত্র সাধারণ মানুষের অসুবিধা নয়, আইন শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি করবে।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর নির্দেশে ত্রাণ বিলি ঘাটাল পুলিশের

Latest article