ডাক্তারদের কাজে যোগ দিতে বলল এবার আইএমএও

এদিন চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠনের তরফেও আবেদন জানানো হল, অবিলম্বে ধর্মঘট প্রত্যাহার করে পশ্চিমবঙ্গের ধর্মঘটি চিকিৎসকদের কাজে ফেরার আর্জি জানিয়ে৷

Must read

প্রতিবেদন : অবিলম্বে নিজের নিজের কাজে ফিরুন— পশ্চিমবঙ্গের ধর্মঘটি সরকারি চিকিৎসকদের নির্দেশ দিলেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্তা ডাঃ আর বি অশোকন৷ রাজ্যের সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবার স্বার্থেই অবিলম্বে কাজে ফেরা উচিত ধর্মঘটী চিকিৎসকদের। নয়াদিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাফ জানিয়েছেন আইএমএ সভাপতি৷ এই মর্মেই আর বি অশোকনের ঘোষণা, চিকিৎসকদের কাজ স্বাস্থ্য পরিষেবা দেওয়া৷ সেই দায়িত্বই তাদের পালন করা উচিত৷ বিচারের ভার ছেড়ে দেওয়া উচিত সুপ্রিম কোর্টের উপরে৷ দেশের শীর্ষ আদালত ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিতভাবে দায়ের করা মামলার শুনানি শুরু করেছে৷ তাদের উপরে সবার আস্থা রাখা উচিত৷ এই প্রসঙ্গেই ডাঃ অশোকনের সংযোজন, সুপ্রিম কোর্ট আগের শুনানিতেই ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করেছে৷ প্রধান বিচারপতি এবং অন্য বিচারপতিরা দেশের ধর্মঘটি চিকিৎসকদের আশ্বস্ত করেছেন৷ তাঁরা জানিয়েছেন স্বাস্থ্য পরিষেবা এবং বিচারব্যবস্থা কখনও ধর্মঘট করতে পারে না৷ তারপরেও ধর্মঘট চালিয়ে যাওয়া উচিত কাজ নয়৷ দেশের সর্বোচ্চ আদালতের উপরে আমাদের দেশের সব নাগরিকের আস্থা রাখা উচিত৷

আরও পড়ুন-এরা কারা? নজর রাখুন সচেতন থাকুন

ঘটনা হল, আরজি কর-কাণ্ডের পরে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত ভাবে মামলা রুজু করে শুনানি শুরু করেছে আগেই৷ প্রথম শুনানির দিনই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্পষ্ট করেছিলেন তাঁদের অবস্থান৷ তাঁদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে ছিলেন, চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার করতে হবে৷ তারপরেও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এখনও ধর্মঘট চালিয়ে যাচ্ছেন বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকরা৷ এদিন চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠনের তরফেও আবেদন জানানো হল, অবিলম্বে ধর্মঘট প্রত্যাহার করে পশ্চিমবঙ্গের ধর্মঘটি চিকিৎসকদের কাজে ফেরার আর্জি জানিয়ে৷

Latest article