ইসলামাবাদ : রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিরতায় ক্রমেই সংকটজনক হয়ে উঠছে পাকিস্তানের পরিস্থিতি। সন্ত্রাসবাদীদের পৃষ্ঠপোষকতায় সেদেশের সরকার ক্রমশ ব্যস্ত হয়ে পড়লেও ঘরেবাইরে সঙ্কটে পাকিস্তান। সামাল দিতে পারছে না শাহবাজ শরিফের সরকার। আর এই পরিস্থিতিতে সেখানে থাকতে ভরসা পাচ্ছেন না ডাক্তার, ইঞ্জিনিয়ার আর চাটার্ড অ্যাকাউন্ট্যান্টরা।
আরও পড়ুন-ট্রাম্প-জেলেনস্কির বৈঠকের আগেই ভয়াবহ রুশ হামলা ইউক্রেনে
গত ২ বছরে পাকিস্তান ছেড়ে চলে গেছেন ৫ হাজার ডাক্তার, ১১ হাজার ইঞ্জিনিয়ার এবং ১৩ হাজার অ্যাকাউন্ট্যান্ট। এই পরিসংখ্যানেই স্পষ্ট, কতটা অনিশ্চয়তার অন্ধকারে ডুবে যাচ্ছে পাকিস্তান। রুজি-রুটির সন্ধানে ‘পেশাদার ভিক্ষুক’দের আরব দেশগুলোতে পাড়ি দেওয়া নতুন কিছু নয়। সম্প্রতি এমন বহু মানুষকে সেদেশ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। কিন্তু ডাক্তার-ইঞ্জিনিয়ারদের এভাবে দলে দলে পাকিস্তান ত্যাগের হিড়িক নিঃসন্দেহে সেদেশের পক্ষে এক অশনিসংকেত।

