প্রতিবেদন : টানা কর্মবিরতি পালন করা ডাক্তারদের কাজে ফিরতে অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর মঞ্চ থেকে নেত্রী (CM Mamata Banerjee) বলেন, জুনিয়র ডাক্তাররা মিছিল করছেন, করুন। কিন্তু আপনারা তো অঙ্গীকারবদ্ধ। কাজে ফিরুন। মানুষ কষ্ট পাচ্ছেন। কত গরিব মানুষ হাসপাতালে আসেন। ওঁরা নার্সিংহোমে যেতে পারেন না। ওঁদের কথা একটু ভেবে দেখুন! বহু ক্ষেত্রে এমার্জেন্সি ব্যবস্থা দরকার। সঙ্গে সঙ্গে চিকিৎসা না পেলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই বলছি ফিরুন। দিল্লিতে আপনাদের বিরুদ্ধে এফআইআর করা হলেও আমি কিছু করিনি। সুপ্রিম কোর্টও আপনাদের কাজে ফিরতে নির্দেশ দিয়েছে। রাজ্যের হাতেও ক্ষমতা দিয়েছে। কিন্তু আমি কারওর বিরুদ্ধে অ্যাকশন নিতে চাইনি। মুখ্যমন্ত্রী বলেন, চাই ওরা ভালভাবে পড়াশোনা করুক। আমি ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর করলে ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। চাকরি পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আইনি পদক্ষেপ তাই করতে চাইনি। আমি মানবিকতায় বিশ্বাস করি। মানবিক মুখ দিয়ে আরও ডাক্তার তৈরি করতে চাই। মাথায় রাখতে হবে নারী-সুরক্ষায় ইতিমধ্যে ১০০ কোটি টাকা রাজ্য সরকার বরাদ্দ করেছে। দ্রুত পদক্ষেপ করা হচ্ছে। সিসিটিভি, আলো, রেস্টরুম— সব ব্যবস্থা করা হচ্ছে। রাজ্যে এখন হেলথ ইজ ওয়েল্থ, স্বাস্থ্য সম্পদ।
আরও পড়ুন- সুপারফ্লপ বন্ধ কলকাতা থেকে জেলা, স্বাভাবিক রইল জনজীবন