প্রতিবেদন : ইচ্ছে ছিল ডাক্তারদের আন্দোলনকে ঢাল করে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার। তাই জুনিয়র চিকিৎসকদের প্ররোচনা দেওয়ার আপ্রাণ চেষ্টায় ছিল রাম-বাম ও কংগ্রেসের ছাত্র সংগঠন। নিরপেক্ষ আন্দোলনের অভিমুখ রাজনৈতিক দিকে ঘুরিয়ে দেওয়ার লক্ষ্যে কোমর বেঁধে আসরে নামার চেষ্টা করেছিল বিরোধী শিবির। কিন্তু পুরো প্রচেষ্টাই জলে গেল। পড়ুয়া চিকিৎসকরা প্রশাসনের উপর আস্থা রেখে লালবাজারের সামনে থেকে অবস্থান তুলে নিলেন। পুরোপুরি ভেস্তে গেল বাম-বিজেপির চক্রান্ত।
আরও পড়ুন-সন্দীপকে সাসপেন্ড করল স্বাস্থ্য দফতর
আগামী দিনে তাঁদের দাবি মানা হবে, গোটা বিষয়টাই রাজ্য সরকারের বিবেচনাধীন। মঙ্গলবার অনেকটাই নমনীয় আন্দোলনকারী চিকিৎসকেরা। আস্থা রাখলেন প্রশাসনের উপরেই। ২২ ঘণ্টা অবস্থানের পর অবশেষে লালবাজারের সামনে থেকে তাঁদের অবস্থান প্রত্যাহার করলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। মঙ্গলবার ২২ জনের প্রতিনিধিদলটি লালবাজারে পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করেন। তাঁরা সিপি বিনীত গোয়েলকে ডেপুটেশন জমা দেন। তাঁরা জানান, পুলিশ আধিকারিকরা তাঁদের সমস্ত দাবি শুনেছেন। তাঁদের সঙ্গে কথা বলেছেন। আলোচনা হয়েছে সদর্থক। তাঁরা লালবাজারের সামনে থেকে অবস্থান তুলে নিচ্ছেন। কিন্তু তাঁদের আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত অভয়া সুবিচার পাবে। চিকিৎসকদের যন্ত্রণাদায়ক আন্দোলনের প্রতি সহমর্মিতা রয়েছ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁদের আন্দোলনের যৌক্তিকতাকে সমর্থন করেন তিনি। অত্যন্ত সংবেদশীল মনোভাব নিয়েই গোটা বিষয়টি দেখছে প্রশাসন। তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, অনেক কষ্ট থেকে ওরা আন্দোলন করছে। আন্দোলনের স্পিরিট যেমন হওয়া উচিত ঠিক তেমনভাবেই নিজেদের দায়িত্ব মেনেই ডাক্তারবাবুরা আন্দোলন চালাচ্ছেন। নগরপাল যেমনভাবে উত্তর দেওয়ার দিয়েছেন।
সোমবার দুপুরে কলকাতা পুলিশের সদর দফতরের আধ কিলোমিটার দূরে, ফিয়ার্স লেনে অবস্থান-বিক্ষোভে বসেন জুনিয়র চিকিৎসকেরা। ২২ ঘণ্টা পুলিশি ব্যারিকেডের সামনে ধরনায় বসার পর মঙ্গলবার দুপুরে সুর নরম হয় তাঁদের। পুলিশি অনুমতি নিয়ে লালবাজারে ডেপুটেশন জমা দিতে যান তাঁদের প্রতিনিধি দল। মানববন্ধনের মধ্য দিয়ে লালবাজারে গিয়ে নিজেদের দাবি জানান চিকিৎসকেরা।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…