শেষ শয্যায় বাবা, রোগী দেখে সৎকারে গেলেন চিকিৎসক

বরাবরই এলাকায় ভগবানের দ্বিতীয় রূপ হিসেবে পরিচিত এই চিকিৎসককে আরও একেবার ভিন্ন রূপে দেখলেন তাঁর রোগী থেকে চুঁচুড়ার মানুষ।

Must read

সংবাদদাতা, চুঁচুড়া : মানবসেবা পরম ধর্ম। এই শপথ নিয়েই চিকিৎসা পেশায় আসেন চিকিৎসকরা। আর জীবনের কঠিন সময়ে দাঁড়িয়েও সেটাই প্রমাণ করলেন চুঁচুড়ার ইমামবাজার অঞ্চলের শিবাশিস বন্দ্যোপাধ্যায়। বরাবরই এলাকায় ভগবানের দ্বিতীয় রূপ হিসেবে পরিচিত এই চিকিৎসককে আরও একেবার ভিন্ন রূপে দেখলেন তাঁর রোগী থেকে চুঁচুড়ার মানুষ।
বাবার মৃতদেহকে ঘরে রেখে রোগী দেখতে ছুটলেন তিনি। শুক্রবার সকালে তাঁর বাবা তাপস বন্দ্যোপাধ্যায় দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হন। এদিকে তাঁর চেম্বারের সময় হয়ে যাওয়ায় দূর-দূরান্ত থেকে আসা রোগীরা অপেক্ষা করছিলেন। কর্তব্য-অবিচল চিকিৎসক তাই বৃষ্টি মাথায় নিয়ে আশা রোগীদের ফেরাতে চাননি। বাবার দেহ বাড়িতে রেখে আগে তাঁর চেম্বারে আসা রোগীদের চিকিৎসা করেন তিনি।

আরও পড়ুন-অষ্টম শ্রেণিতে বাধ্যতামূলক আর্ট, সমর্থন করছে না পর্ষদ

একে একে সব রোগী দেখা শেষ করে তারপর বাবার দেহ সৎকার করতে শ্মশানে নিয়ে যান। চুঁচুড়া পুরসভার কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত বলেন, অনেক গরিব মানুষ ডাক্তারবাবুর কাছে আসেন। রাত দুটো তিনটে পর্যন্ত বসে রোগী দেখেন। টাকা নিয়েও কোনও চাহিদা নেই তাঁর। যে যা ভালোবেসে দেন তাই হাসিমুখে গ্রহণ করেন চিকিৎসক। অন্য জেলা থেকেও রোগীরা আসেন। এমন ডাক্তারবাবুর জন্য গর্ববোধ করি আমরাও।

Latest article