কর্মবিরতি তুলে নিয়ে আলোচনা চাইলেন ডাক্তাররা

Must read

প্রতিবেদন : মেদিনীপুর মেডিক্যাল-কাণ্ডে প্রকৃত সত্য সামনে আসতেই শাস্তির নির্দেশের পর কর্মবিরতির নাটক শুরু করেছিলেন জুনিয়র চিকিৎসেকরা। কিন্তু কোনও পক্ষের সমর্থন না পেয়ে মাঝপথেই রণে ভঙ্গ দিলেন প্রতিবাদীরা। হালে পানি না পেয়ে কর্মবিরতি তুলে নিয়ে জুনিয়র চিকিৎসকেরা ফিরে আসেন আলোচনার রাস্তায়। শুক্রবার সকাল থেকে হাসপাতালের চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রয়েছে জুনিয়র চিকিৎসকদের বোধোদয়ে। বৃহস্পতিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজের সুপারের দায়িত্বে এলেন সাগর দত্ত মেডিকেল কলেজের ডক্টর ইন্দ্রনীল সেন। শুক্রবার বিকেলে ইন্দ্রনীল সেন মেদিনীপুর মেডিকেল কলেজে এসে তার দায়িত্বভার গ্রহণ করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, সবে আমি মেডিকেল কলেজে এসেছি, পুরো বিষয়টা আমি দেখার পরেই আপনাদের সামনে জানাতে পারব। আমাকে একটু সময় দিন সবে দায়িত্ব নিয়েছি, সরকার আমাকে যে যে বিষয়গুলি দেখার জন্য পাঠিয়েছি সেগুলি দেখে, বুঝে নিয়ে তারপর সব বলতে পারবো। স্বাস্থ্য ভবন থেকে যে সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি যথাযথ পালন করার চেষ্টা করছি।

আরও পড়ুন- আরজি কর মামলার রায় ঘোষণা হবে আগামিকাল

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকার। তদন্তে উঠে এসেছে, সিনিয়র ডাক্তাররা ডিউটির সময় অনুপস্থিত ছিলেন। জুনিয়র ডাক্তাররা ‘কাঁচা হাতে’ অপারেশন করেন। তার জেরে এক প্রসূতি ও এক সদ্যোজাতের মৃত্যু হয়। ভুগতে হয়েছে আরও অনেক মা ও শিশুকে। এই রিপোর্ট হাতে পাওয়ার পরেই সিনিয়র-জুনিয়র মিলিয়ে ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সত্য সমানে আসতেই ফের কর্মবিরতির নাটক শুরু করেন জুনিয়র চিকিৎসকেরা। বৃহস্পতিবার রাত থেকেই হাসপাতালের স্ত্রী-রোগ এবং অ্যানাস্থেশিয়া বিভাগের ২২ জন জুনিয়র ডাক্তার কর্মবিরতি ঘোষণা করেন। কর্মবিরতি করে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত করা নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। প্রশ্ন ওঠে, এটা কি চিকিৎসক-সুলভ আচরণ? এরপরই বেগতিক বুঝে কর্মবিরতির রাস্তা থেকে সরে আসেন মেদিনীপুর মেডিক্যালের জুনিয়র চিকিৎসকরা। এদিন সেখানে যাচ্ছেন ‘জুনিয়ার ডক্টরস ফ্রন্টের’ প্রতিনিধিরা। তাঁদের সঙ্গে আলোচনা বসছেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকেরা।

Latest article