পড়ুয়াদের মধ্যে কুকুর নিয়ে সচেতনতা

এই মর্মে নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দফতর।

Must read

প্রতিবেদন: স্কুলে আসা-যাওয়ার পথে, কিংবা স্কুলে কুকুর ঢুকে পড়লে কীভাবে সেখান থেকে বাঁচতে হবে, বা কুকুর সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার দায়িত্ব এবার নিতে হবে শিক্ষকদেরই। এই মর্মে নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দফতর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষকদের খেয়াল রাখতে হবে স্কুলের যত্রতত্র যাতে কুকুর ঘুরে না বেড়ায়। বিশেষ করে মিড ডে মিল রান্নার ঘরে যাতে কোনওভাবেই কুকুর ঢুকতে না পারে।

আরও পড়ুন-ঘূর্ণাবর্ত, দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা

কোনও এলাকায় বেশি কুকুর হয়ে গেলে পুরসভা বা পঞ্চায়েত দফতরকেও খবর দিতে বলা হয়েছে। আরও বলা হয়েছে, পড়ুয়াদের কুকুর নিয়ে সচেতন করতে হবে শিক্ষকদের। কুকুরদের ঢিল-ছোঁড়া বা বিরক্ত করা থেকে পড়ুয়াদের বিরত করতে হবে। কুকুর তেড়ে এলে কীভাবে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিতে হবে সে-বিষয়েও পাঠ দিতে হবে শিক্ষকদের। শেখাতে হবে তারা রাস্তায় অনেক কুকুর একসঙ্গে দেখলে তাদের এড়িয়ে যায়, কুকুরের সামনে দিয়ে দৌড়ে না যায়। প্রার্থনার সময় এই গাইডলাইনগুলি প্রচার করতে হবে স্কুল পড়ুয়াদের মধ্যে। এছাড়াও স্কুল ক্যাম্পাসের আশেপাশের এলাকা পরিষ্কার রাখতে হবে যাতে কুকুর এসে না পৌঁছায়।

Latest article