সংবাদদাতা, জলপাইগুড়ি : কুকুরের আক্রমণে মৃত্যু হল হরিণের। বুধবার মেটেলির বিধাননগর গ্রামের ঘটনা। বনদফতর জানিয়েছে, জঙ্গল থেকে বেরিয়ে পূর্ণবয়স্ক বার্কিং ডিয়ার প্রজাতির পুরুষ হরিণটি লোকালয়ে ঢুকে পড়ে। প্রথমে হরিণটিকে কূর্তি নদীর ধারে দেখেন স্থানীয়রা। কয়েকটি কুকুর হরিণটিকে তাড়া করে। তাড়া খেয়ে হরিণটি লোকলয়ে ঢুকে পড়ে। তখনই অসুস্থ হয়ে যায় হরিণটি।
আরও পড়ুন-বিজেপি কর্মীরাই তালা দিয়ে দিচ্ছেন
স্থানীয় বাসিন্দারা হরিণটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর দেন বনদফতরে। খবর পেয়ে তড়িঘড়ি আসেন বনকর্মীরা। হাসপাতালে মৃত্যু হয় হরিণটির। বনকর্মীদের প্রাথমিক তদন্তে অনুমান ভয় পেয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে হরিণটির।
পাশাপাশি মঙ্গলবার গভীর রাতে জাতীয় সড়কের পাশ থেকে একটি কচ্ছপ উদ্ধার করেন এক যুবক। বানারহাটের ঘটনা। দেবপাড়া চা-বাগানের বাসিন্দা ওই যুবক কচ্ছপটি বাড়িতে নিয়ে যান। সামান্য জখম কচ্ছপটির শুশ্রূষা করেন। বুধবার সকালে খবর দেন বনদফতরে। বনকর্মীরা এসে কচ্ছপটি নিয়ে যান।