মধ্যপ্রদেশে ময়নাতদন্তের জন্য রাখা দেহ ছিড়ে খেল কুকুর

মধ্যপ্রদেশে ভোপাল থেকে ৭২ কিলোমিটার দূরে নর্মদাপুরম জেলা হাসপাতালে একদল কুকুর ছিঁড়ে খেয়েছে এক যুবকের দেহ।

Must read

নিন্দনীয়! বিজেপি (BJP) রাজ্যে সরকারি হাসপাতালের চূড়ান্ত অব্যবস্থা এবার প্রকাশ্যে। ময়নাতদন্তের জন্য রাখা মৃতদেহও যে সুরক্ষিত নয় সেটাই আরো একবার প্রমান হয়ে গেল। জানা গিয়েছে, ময়নাতদন্তের আগেই দেহ ছিঁড়ে খেল কুকুর। কিন্তু যতক্ষনে আত্মীয়-স্বজন ও হাসপাতালের নিরাপত্তারক্ষীর চোখে বিষয়টি এল, ততক্ষণে গলা থেকে শরীর আলাদা করে দিয়েছে পথকুকুররা। মধ্যপ্রদেশে ভোপাল থেকে ৭২ কিলোমিটার দূরে নর্মদাপুরম জেলা হাসপাতালে একদল কুকুর ছিঁড়ে খেয়েছে এক যুবকের দেহ।

আরও পড়ুন-বিজেপি রাজ্যে মায়ের প্রেমিকের হাতে খু.ন ১০ বছরের বালক, সুটকেসে উদ্ধার দেহ

পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার পথ দুর্ঘটনায় নিখিল চৌরাসিয়া নামের ওই যুবকের মৃত্যু হয়। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু তার আগেই ঘটে গিয়েছে বিপত্তি। সকালে যখন ময়নাতদন্তের জন্য দেহটি আনতে যান কর্মীরা, চোখে পড়ে ছিন্নভিন্ন হয়ে পড়ে রয়েছে দেহ। যুবকের দেহ ছিঁড়ে খেয়েছে কুকুর। বিষয়টি প্রকাশ্যে আসতেই পরিবারের সদস্যরা হাসপাতালেই ক্ষোভে ফেটে পড়েন। সোশ্যাল মিডিয়াতে নিমেষেই ভাইরাল হয়ে যায় যুবকের ছিন্নভিন্ন দেহের ভিডিয়ো।

আরও পড়ুন-দিঘায় জগন্নাথধাম ঘিরে বিপুল কর্মসংস্থান, সিভিক ভলান্টিয়ার নিয়োগে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

হাসপাতালের তরফে সাফাই দিয়ে সিভিল সার্জেন ডঃ সুধীর বিজয়ভার্গ জানিয়েছেন হাসপাতালে মৃতদেহ রাখার জন্য আলাদা কোনও ফ্রিজার বা মর্গ নেই। আলাদা একটি বিল্ডিং আছে। তবে আপাতত খোলা জায়গাতে দেহ রাখা হচ্ছিল। পরিবারের সদস্যদের দেহের আশেপাশে থাকতে বলা হয়। নিরাপত্তারক্ষীও মোতায়েন করা রয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে রোগী বা চিকিৎসা ক্ষেত্রে সরকার এতটা উদাসীন কেন? তবে এই ঘটনায় প্রকট হয়ে উঠেছে হাসপাতাল ও প্রশাসনের চূড়ান্ত গাফিলতি। মৃতের পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয় নি, তবে তদন্ত শুরু করা হয়েছে।

 

Latest article