দলীয় কর্মী খুন, নেত্রীর নির্দেশে নন্দীগ্রামে দোলা

আইসি বদল

Must read

প্রতিবেদন : দলীয় কর্মী খুনের প্রতিবাদে টানা বিক্ষোভ-আন্দোলন চলছে নন্দীগ্রাম (Nandigram) জুড়ে। শুক্রবারও বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূলের নেতা ও কর্মী-সমর্থকেরা। এই আবহে শুক্রবার সন্ধে নাগাদ মৃত তৃণমূল কর্মী মহাদেব বিষয়ীর মৃতদেহ নিয়ে নন্দীগ্রামে পৌঁছোন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন। তিনি পৌঁছোতেই স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকেরা একেবারে বিজেপির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। উল্লেখ্য, মাত্র কয়েক দিনের ব্যবধানে নন্দীগ্রামে (Nandigram) এই নিয়ে দুজন তৃণমূল কর্মী খুন হলেন। এরপর ফের খুনের ঘটনার পরে নন্দীগ্রামের আইসি বদল করা হয় শুক্রবার। নন্দীগ্রামের একসময়ের আইসি ছিলেন তুহিন বিশ্বাস। তিনি বর্তমানে ডিএসপি পদে ছিলেন। তাঁকে ডিএসপি পদ থেকে সরিয়ে এনে পুনরায় নন্দীগ্রাম থানায় বহাল করা হয়েছে। শুক্রবার বিকেলে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে নিহত তৃণমূল কর্মীর মৃতদেহে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়েছেন তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র, তমলুক সংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি-সহ অন্যরা। পরে জেলা নেতৃত্বরা মৃতদেহ নিয়ে নন্দীগ্রামে নিহতের বাড়িতে গিয়ে পৌঁছান। সেখানেই যান তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন। পরিবারের লোকজনের সঙ্গে সমবেদনা ভাগ করার পাশাপাশি সান্ত্বনা দেন তাঁদের। দোষীদের গ্রেফতারের দাবিতেও সরব হয়েছেন তিনি।

আরও পড়ুন- এবার পার্ক স্ট্রিট থানার পুলিশের হাতে পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী

Latest article