বঙ্গ

শ্রমিকের অধিকার কাড়ছে কেন্দ্র, শ্রমিকবন্ধুদের পাশে বাংলার মুখ্যমন্ত্রী, বললেন দোলা সেন

আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস। সোমবার, শ্রমিক দিবসের অনুষ্ঠানে তৃণমূল ভবনে পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে প্রথমে দলীয় পতাকা এবং তারপর আইএনটিটিইউসি-র পতাকা উত্তোলন করা হয়। শহিদ বেদিতে একে একে মাল্যদান করেন দোলা সেন, মণীশ গুপ্ত, শুভাশিস চক্রবর্তী, জয়প্রকাশ মজুমদার-সহ অন্যান্য নেতারা। এদিন পতাকা উত্তোলনের পর INTTUC-র সভানেত্রী দোলা সেন (INTTUC- Dola Sen) বলেন ক্ষমতায় আসার পরেই বাংলার শ্রমিকদের ন্যূনতম মজুরি বহুগুণ বৃদ্ধি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কেন্দ্রের মোদি সরকার উঠে পড়ে লেগেছে সরকারি বা সরকারের অধীনস্থ সংস্থাগুলির বেসরকারিকরণের।

দোলা সেন (INTTUC- Dola Sen) জানান, বাম আমলে শ্রমিকের ন্যূনতম মজুরি ছিল নাম মাত্র। ন্যূনতম মজুরির গেজেট নোটিফিকেশন হয়নি। ২০১১-এ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরেই এই বিষয়ে গেজেট নোটিফিকেশন করেন তিনি। এবং সেই মজুরি ৩৪ গুণ বৃদ্ধি করেন। যেটা ইতিহাস। দেশের আর কোনও জায়গায় এটা হয়নি। শুধু তাই নয়, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকবন্ধু প্রকল্পে শ্রমিকদের মজুরি, তাদের অন্যান্য সুযোগ-সুবিধা এবং ৬০ বছরের আগে মৃত্যু হলে পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তার প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি চা বাগানের শ্রমিকদেরও ন্যূনতম মজুরি ৬৭ টাকা থেকে বাড়িয়ে সাড়ে তিনশো টাকা করা হয়েছে।

আরও পড়ুন: কালিয়াগঞ্জে যুবকের মৃত্যু, রাজ্য সরকারের নির্দেশে তদন্তভার নিল সিআইডি

এদিন INTTUC-র সভানেত্রী আরও বলেন, একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকবন্ধুদের পাশে দাঁড়িয়ে তাঁদের আর্থিক পরিস্থিতি উন্নতির চেষ্টা চালাচ্ছেন, তখন কেন্দ্রের মোদি সরকার সেল থেকে ভেল, রেল থেকে বিএসএনএল সবকিছু বেচে দিচ্ছে। শ্রমিক দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে দোলা সেন বলেন, শ্রমিকের ৮ ঘণ্টার কাজের দাবি নিয়ে লড়াইয়ে প্রতীক এই মে দিবস, সেই অধিকার খর্ব করে নতুন আইন আনতে চাইছে কেন্দ্র। লেবার কোড চালু করে ১০-১২ এমনকী ষোলো ঘণ্টা কাজের অধিকারও সরকারিভাবে স্বীকৃত হবে। শুধু তাই নয়, ৩০০ জনের কম কোনও কারখানায় কাজ করলে, সেই কারখানার থেকে কোনও কারণ ছাড়াই শ্রমিক ছাঁটাই করা যাবে। এইসব শ্রমিক বিরোধী আইন কার্যকর করার ষড়যন্ত্র করছে কেন্দ্রের বিজেপি সরকার। তৃণমূলের প্রতিরোধেই এখনও সেই আইন কার্যকর করা যায়নি। কয়লার মতো প্রাকৃতিক সম্পদে পর্যন্ত সরাসরি বিদেশি বিনিয়োগের আওতায় আনতে চাইছে মোদি সরকার। প্রাকৃতিক সম্পদ বিদেশীদের হাতে তুলে দেওয়া মানে ভারতের স্বাধীনতা বিক্রি করে দেওয়া। মন্তব্য দোলা সেনের। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে কেন্দ্রের বেসরকারীকরণ নীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়াই চালিয়ে যাবে বলে জানান INTTUC-র সভানেত্রী।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

5 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 hours ago