পরের বছরই মোহনবাগান মাঠে ফিরছে ঘরোয়া লিগ

গত বছর মোহনবাগানের বার্ষিক সাধারণ সভা উত্তপ্ত হলেও এবার নির্বিঘ্নেই এজিএম সম্পন্ন হয়। তবে সদস্যদের অনেক প্রশ্নবাণের মুখে পড়তে হয়।

Must read

প্রতিবেদন : ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আগেই আশ্বাস দিয়েছিলেন। শনিবার বিকেলে মোহনবাগান তাঁবুতে ক্লাবের বার্ষিক সাধারণ সভায় আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় কার্যত নিশ্চিত করে দিলেন, আগামী মরশুমে মোহনবাগান মাঠেই হবে কলকাতা লিগের ম্যাচ।
ক্লাব সভাপতি দেবাশিস দত্ত এই প্রসঙ্গে বলেন, মোহনবাগান মাঠ তৈরি আছে। আমরা চাই ময়দানে নিজেদের মাঠে ঘরোয়া লিগের ম্যাচ খেলা হোক সন্ধ্যায় নৈশালোকে। আইএফএ-র কাছে আমরা আবেদন করছি ময়দানে ফ্লাডলাইটে ম্যাচ দেওয়ার জন্য। জবাবে আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় বলেন, মাঠ পাওয়া গেলে ময়দানে ঘরোয়া লিগের ম্যাচ দিতে অসুবিধা নেই।

আরও পড়ুন-ব্যারেটোদের জার্সি উদ্বোধন

গত বছর মোহনবাগানের বার্ষিক সাধারণ সভা উত্তপ্ত হলেও এবার নির্বিঘ্নেই এজিএম সম্পন্ন হয়। তবে সদস্যদের অনেক প্রশ্নবাণের মুখে পড়তে হয়। সভা চলাকালীন ক্লাবের বাইরে সিনিয়র ফুটবল দলের ইরানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র ম্যাচ খেলতে না-যাওয়া নিয়ে প্রতিবাদ জানান সমর্থকদের একটি ফোরাম। ক্লাবে এজিএমে তখন সদস্যদের নানা প্রশ্নের মুখে পড়তে হয় কর্তাদের। সচিব সৃঞ্জয় বোস বলেন, এটাই গণতন্ত্র। প্রশ্ন করার অধিকার সবার রয়েছে। আমরাও শুনেছি প্রত্যেকের বক্তব্য। ক্লাবের ২০২৪-২৫ আর্থিক বছরের রিপোর্ট অনুমোদন করা হয় এদিনের সভায়। ২০২৫-২৬ আর্থিক বছরের জন্য অডিটর নিয়োগ করা হয়।

আরও পড়ুন-শেখ হাসিনা কতদিন ভারতে থাকবেন তা তিনিই ঠিক করবেন

সভা শেষে সদ্য সাব জুনিয়র জাতীয় ফুটবলে চ্যাম্পিয়ন বাংলা দলকে সংবর্ধনা দেন সৃঞ্জয় বোসরা। দলের প্রত্যেক ফুটবলার, হেড কোচ গৌতম ঘোষ, সাপোর্ট স্টাফের সদস্যদের আর্থিক পুরস্কারও দেওয়া হয়। আইএফএ সভাপতির পাশাপাশি মোহনবাগানের কার্যকরী কমিটির সদস্যরা এবং প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, বিদেশ বসুরা উজ্জীবিত করেন ফুটবলারদের। এদিনের সভা থেকে ক্লাবের প্রবীণ সদস্যদের জন্য বিশেষ ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে। ৫০ বছর বা তার বেশি সময় ধরে ক্লাবের সদস্য থাকলে তাঁকে আর সদস্যপদ নবীকরণ করতে হবে না। ক্লাবের তরফে আজীবন সদস্যপদ পাবেন তিনি।
এদিকে শহরে ফেরার পর শনিবারই মোহনবাগানের জিম সেশনে যোগ দেন অস্ট্রেলীয় তারকা দিমিত্রি পেত্রাতোস।

Latest article