প্রতিবেদন : এসআইআর আবহে নাগরিকদের পাশে দাঁড়াতে বিশেষ পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট এবার পাওয়া যাবে পুরসভার কেন্দ্রীয় ভবন থেকেই। এতদিন স্থানীয় কাউন্সিলর কিংবা বিধায়ক-সাংসদরাই এই সার্টিফিকেট দিতেন। কিন্তু এসআইআরে প্রামাণ্য নথি হিসেবে এই সার্টিফিকেট নিয়ে নির্বাচন কমিশন শর্ত রেখেছে, কোনও জনপ্রতিনিধি দেওয়া রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ভোটার লিস্টের ক্ষেত্রে গ্রাহ্য হবে না।
আরও পড়ুন-জয়নগরে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ
সরকারি সার্টিফিকেট প্রয়োজন। তাই এবার কলকাতা পুরসভা থেকেই এই সার্টিফিকেট দেওয়া হবে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম। সোমবার মেয়র পারিষদের বৈঠক শেষে মহানাগরিক বলেন, এতদিন টাউন হল থেকে এই সার্টিফিকেট দেওয়া হত। এবার পুরসভার কেন্দ্রীয় দফতরেই পাওয়া যাবে। তবে অনেক প্রবীণ মানুষ রয়েছেন যাঁদের পক্ষে পুরসভায় আসা সম্ভব নয়। তাঁরা বরো অফিসেই আবেদন জানাতে পারবেন এবং সেখানেই কাগজপত্র জমা দেবেন। পরে সেই বরো অফিস থেকেই সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। একইসঙ্গে মেয়রের বক্তব্য, এসআইআরের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে সাধারণ মানুষের যাতে হয়রানি না হয়, সেজন্যই কলকাতা পুরসভা এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী দুই-তিনদিনের মধ্যেই এই পরিষেবা চালু হয়ে যাবে। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, পুরসভায় জন্ম-মৃত্যু সার্টিফিকেট দেওয়ার জন্য বর্তমানে ২০টি কাউন্টার রয়েছে। তার সঙ্গে এবার জন্ম-মৃত্যুর শংসাপত্র মিলবে বরো অফিস থেকেও।

