টেমসের পাড়ে সঙ্গী ডোনা বাড়ি চেনালেন ‘দিদি’কে

একজন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যজন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়-ঘরণী নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়।

Must read

কুণাল ঘোষ, লন্ডন (মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী): একজন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যজন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়-ঘরণী নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। লন্ডনের রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন দুই বঙ্গ তনয়া। হাঁটতে হাঁটতেই তাঁরা মাতলেন নিজেদের ঘরকন্যার গল্পে। টেমসের ধারে দাঁড়িয়ে তখনই দূরের আবাসনে নিজেদের ফ্ল্যাট দেখালেন ডোনা।
লন্ডনের রাস্তা ডোনার বেশ পরিচিতই। আর বাংলার মুখ্যমন্ত্রী গিয়েছেন লন্ডনে অক্সফোর্ডে বক্তব্য রাখতে। সেইসঙ্গে রয়েছে শিল্প-বৈঠকসহ গুরুত্বপূর্ণ নানা কর্মসূচি। তার মধ্যেই সময় করে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। সেখানেই তাঁর সঙ্গী হলেন সৌরভ-জায়া। সৌরভের কন্যা সানা এখন থাকছেন লন্ডনে। লেখাপড়া শেষ করে চাকরি করছেন তিনি। ডোনা ও সৌরভ প্রায়ই সেখানে গিয়ে থাকেন। সেখানে ফ্ল্যাট রয়েছে মহারাজের।

আরও পড়ুন-জঙ্গিপুর পুর এলাকা বৃদ্ধির প্রস্তাব গেল রাজ্যের কাছে

বৃহস্পতিবার, অক্সফোর্ডে মুখ্যমন্ত্রী সভায় হাজির থাকার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়েরও। বুধবার রাতে লন্ডনে আসছেন তিনি। তার আগে বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন ডোনা। তাঁকে নিয়েই টেমসের ধারে হাঁটতে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী। বিভিন্ন বিষয়ে কথা বলতে বলতেই ওঠে লন্ডনে তাঁদের ফ্ল্যাটের প্রসঙ্গ। হাঁটতে হাঁটতে টেমসের ধারে এসে দাঁড়ান মুখ্যমন্ত্রী ও ডোনা। সেখান থেকে দূরে দেখা যায় সৌরভদের লন্ডনের ফ্ল্যাট। আঙুল উঁচিয়ে ডোনা দিদিকে দেখান তাঁদের ফ্ল্যাট। এরপর মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা অনেকেই তাঁদের ফ্ল্যাটে চা-পানের কথা বলেন। কিন্তু এতজনকে নিয়ে সেখানে যেতে চাননি মুখ্যমন্ত্রী। ডোনা জানান, সানা লন্ডনের বাইরে গিয়েছেন। সৌরভ রাতে আসবেন। বাড়িতে একাই ছিলাম। মুখ্যমন্ত্রীর সঙ্গে হেঁটে বেড়াতে তাঁর ভালই লাগছে। আর মুখ্যমন্ত্রী তো মানুষের সঙ্গে মিশে ঘরের মেয়ে, বাড়ির দিদি হয়ে থাকতেই বেশি পছন্দ করেন। তাই লন্ডন আর বাংলার মধ্যে তিনি কোনও ফারাক খুঁজে পান না। সর্বত্রই তিনি একইরকম। লন্ডনেও পথচলতি ভারতীয় মায়ের কোলে থাকা শিশুকে আদর করেন মুখ্যমন্ত্রী।

Latest article