হাসিনাকে সরানোর মূল চক্রীকে গলাধাক্কা দিল ট্রাম্প প্রশাসন

Must read

প্রতিবেদন: গত বছরের জুলাই-অগাস্টে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের আড়ালে আসলে যে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করার ষড়যন্ত্র হয়েছিল তা এখন অনেকটাই স্পষ্ট। আর সেই পরিকল্পনার মূল চক্রী ছিলেন বাইডেন প্রশাসনের প্রভাবশালী অফিসার ডোনাল্ড লু। বঙ্গবন্ধু কন্যাকে (Sheikh Hasina) উচ্ছেদের পরিকল্পনায় বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামানকেও গোপনে কাজে লাগান তিনি। বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পরে গত সেপ্টেম্বরে শেষবারের মতো ঢাকায় গিয়েছিলেন লু। ওই সফরে গিয়েই তিনি আওয়ামি লিগ ও মুক্তিযোদ্ধাদের পুরোদস্তুর নির্মূল করার নির্দেশ দেন ইউনুসকে। এমনকী কীভাবে ওই পরিকল্পনা বাস্তবায়িত হবে, তাও চূড়ান্ত করেন। আর বাংলাদেশের পালাবদলের নেপথ্য চক্রী সেই লু এবার নিজেই গলাধাক্কা খেলেন আমেরিকায় পালাবদলের পর। এর আগে মার্কিন-মুলুকে রাজনৈতিক পালাবদলের পর অপসারিত হন মার্শা বার্নিকাট। এবার সরিয়ে দেওয়া হল দক্ষিণ-মধ্য এশিয়ায় রাজনৈতিক অস্থিরতা ও সরকার পতনের খেলার মূল চক্রী ডোনাল্ড লু’কে।

আরও পড়ুন-সংবিধানকে মেরে ফেলার চেষ্টা চলছে, কিন্তু কাজটা মোটেই সহজ নয়

প্রসঙ্গত, আমেরিকার তাঁবেদারি করতে রাজি না হওয়া দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের নির্বাচিত রাষ্ট্রপ্রধানকে ক্ষমতা থেকে হটাতে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বিদেশসচিব হিসাবে কুখ্যাত সিআইএ চর ডোনাল্ড লু’কে দায়িত্ব দিয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দায়িত্ব পাওয়ার পরেই প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খানকে হটাতে বিশেষ পরিকল্পনা নেন লু। পাক রাজনীতিতে ঘোষিত শত্রু বেনজির ভুট্টো ও নওয়াজ শরিফের দলকে একই ছাতার তলায় নিয়ে এসে ইমরান অপসারণের পরিকল্পনা হাসিল করেন। ২০২২ সালের মার্চে ইমরান খান লু’র দিকে আঙুল তুলে বলেছিলেন, এই ব্যক্তি তাঁর সরকারকে অস্থিতিশীল করতে চাইছেন। তারপরেও যদিও গদি বাঁচাতে পারেননি তৎকালীন পাক প্রধানমন্ত্রী। বর্তমানে জেলবন্দি হয়ে অসংখ্য মামলায় জড়িয়ে গিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার-রাজনীতিক।
আর ইমরানকে পাকিস্তানের ক্ষমতা থেকে হটানোর পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে (Sheikh Hasina) হটাতে আসরে নেমেছিলেন লু। ওই কাজে তাঁকে সহযোগিতা করেছিলেন প্রাক্তন মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টন ও বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা মার্শা বার্নিকাট। শেখ হাসিনাকে হঠাতে বিএনপি-জামাত সহ বিভিন্ন মৌলবাদী জঙ্গি সংগঠনকে এক ছাতার তলায় নিয়ে আসেন লু। বাংলাদেশ জুড়ে নাশকতামূলক কাজকর্ম চালিয়ে সরকারকে বিব্রত করার পরিকল্পনা সাজান। পাশাপাশি বাংলাদেশের শীর্ষ প্রশাসনিক আমলা ও রাজনৈতিক নেতাদের উপরে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র। হাসিনা বিদায়ের পর ভারতের বিরুদ্ধে জিগির তুলে বাংলাদেশ ও পাকিস্তানকে এককাট্টা করার পরিকল্পনা ছকেছিলেন লু। যদিও ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর পরিস্থিতি বদলেছে। একদিকে মহম্মদ ইউনুস যেমন ট্রাম্পের অতি অপছন্দের ব্যক্তি, তেমনি অন্যদিকে হাসিনা বিদায়ের চক্রীদের তাড়িয়ে অন্তর্বর্তী সরকারকে পাল্টা চাপে ফেলেছেন নয়া প্রেসিডেন্ট।

Latest article