নিজেকে এখন ভেনেজুয়েলারও প্রেসিডেন্ট মনে করছেন ট্রাম্প!

Must read

ওয়াশিংটন: তিনি শুধু আমেরিকার নন, এখন ভেনেজুয়েলারও প্রেসিডেন্ট! স্বভাবোচিত কায়দায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) নিজেকে এবার ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করলেন। আর তাঁর এই ঘোষণার পর দক্ষিণ আমেরিকার তেল ও খনিজে সমৃদ্ধ দেশে হোয়াইট হাউসের সরাসরি হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন উঠে গেল।

আরও পড়ুন-মাত্র ৮ মিনিটেই ছন্দপতন, শ্রীহরিকোটায় ব্যর্থ ইসরোর বহুমূল্য মহাকাশ মিশন

কিছুদিন আগেই মাদকযোগের অভিযোগ তুলে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালায় আমেরিকা। রাজধানী কারাকাসে বোমাবর্ষণ, গোলাগুলি চালিয়ে সেদেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করে নিউইয়র্কে নিয়ে আসে মার্কিন সেনা। তাদের বিরুদ্ধে মাদক পাচার ও ষড়যন্ত্রের অভিযোগে বিচার শুরু হয়েছে। মাদুরোর বেনজির অপহরণের পরই ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ও তেলমন্ত্রী ডেলসি রড্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব দেওয়া হয়। ট্রাম্প সেই সময় দাবি করেছিলেন যে ভেনেজুয়েলা আমেরিকাকে ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল ভাল গুণমানের তেল দেবে। আর সেই তেল বিক্রি করবে আমেরিকা। তেলের নিয়ন্ত্রণ আমেরিকার হাতেই থাকবে। তেল নিয়ে একতরফা আগ্রাসনের মধ্যে এবার নিজেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবেই ঘোষণা করে দিলেন ট্রাম্প (Donald Trump)। সেইসাথে কিউবাকেও হুমকি দিয়েছেন তিনি। বলেছেন, এতদিন ভেনেজুয়েলা কিউবাকে যে তেল সরবরাহ করত এবং আর্থিক সাহায্য করত, তা বন্ধ করে দেওয়া হবে।

Latest article