প্রতিবেদন : আইফোন, আইপ্যাড, ম্যাকবুক ও ইয়ারপড ভারতে তৈরি করে অ্যাপেল (Apple)। এবার থেকে এ-ধরনের গ্যাজেট যাতে ভারতে তৈরি না করা হয় মার্কিন সংস্থা অ্যাপেলকে সেই পরামর্শ দিয়েছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার দোহায় নিজেই এই কথা জানিয়েছেন ট্রাম্প অ্যাপেল-কর্তা কুককে।
আরও পড়ুন-কাশ্মীর-মণিপুরে সেনার গুলিতে খতম ১৩ জঙ্গি
ট্রাম্প বলেন, তিনি কুককে জানিয়েছেন, ভারতে অ্যাপেলের কারখানা করা এবং উৎপাদন করার দরকার নেই। ট্রাম্পের কথায়, অ্যাপেলকর্তা টিম কুককে তিনি বলেছেন, আপনি যদি ভারতের দেখভাল করতে চান, তবে সেদেশে উৎপাদন করতেই পারেন। কিন্তু পৃথিবীতে সবথেকে চড়া হারে শুল্ক নেওয়া দেশগুলির মধ্যে একটি ভারত। ফলে আমি চাই না ভারতে আপনার পণ্য উৎপাদন করুন।