ভিক্ষা নয়, চাই প্রাপ্য টাকা কেন্দ্রকে তোপ তামিলনাড়ুর

বিরোধী শাসিত রাজ্যগুলির ন্যায্য পাওনা বিপুল অঙ্কের টাকা বকেয়া রাখা মোদি সরকারের বরাবরের স্বভাব৷

Must read

প্রতিবেদন: বিরোধী শাসিত রাজ্যগুলির ন্যায্য পাওনা বিপুল অঙ্কের টাকা বকেয়া রাখা মোদি সরকারের বরাবরের স্বভাব৷ বাংলার বকেয়া ১ লক্ষ ৭৬ হাজার কোটি টাকাও রাজনৈতিক প্রতিহিংসার কারণে আটকে রেখেছে মোদি সরকার৷ এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছে গোটা তৃণমূল শিবির৷ একইরকমভাবে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এবার সোচ্চার হয়েছেন তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন৷

আরও পড়ুন-যোগীর আজব কাণ্ড, কয়েদিদের পাপ ধোয়াতে কুম্ভের জল

জাতীয় শিক্ষা নীতি প্রণয়নের কথা বলে আসলে কেন্দ্রীয় সরকার জোর করে তামিলনাড়ুতে হিন্দি প্রচলন করতে চাইছে৷ রাজ্য সরকার এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করার কারণেই আটকে রাখা হয়েছে সমগ্র শিক্ষা অভিযান খাতে তামিলনাড়ুর পাওনা টাকা, অভিযোগ করেছেন উপমুখ্যমন্ত্রী উদয়নিধি৷ এই মর্মেই কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তাঁর তোপ, তোমাদের বাবার টাকা নয়, নিজেদের প্রাপ্য টাকাই চাইছি৷ এই প্রসঙ্গেই তাঁর সংযোজন, তামিলনাড়ু সরকার কোনও ভিক্ষা চাইছে না৷ প্রয়োজন হলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি৷

Latest article