নিউইয়র্ক: অযৌক্তিক নাটক সাজাবেন না। পাকিস্তানকে কড়া ভাষায় জানিয়ে দিল ভারত। শনিবার রাষ্ট্রসংঘে পাক-মিথ্যাচারের কড়া জবাব দিলেন ভারতের প্রতিনিধি পেটাল গেহলট। কাশ্মীর এবং সিন্ধু জলচুক্তি নিয়ে পাক মিথ্যাচারের জবাবে রীতিমতো চাঁচাছোলা ভাষায় তিনি বললেন, এই সমাবেশের সকালে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এক অযৌক্তিক নাটুকেপনার সাক্ষী হলাম আমরা। গোটা বিশ্ব জানে পাকিস্তান কী করে। সারা বছর ভারতের বিরুদ্ধে জঙ্গি নাশকতায় মদত দিয়ে চালিয়ে যায় যুদ্ধ উন্মাদনা। লক্ষণীয়, শুক্রবার গভীর রাতে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভায় ভাষণ দিতে গিয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অভিযোগ করেন, যুদ্ধবিরতি উপেক্ষা করে যুদ্ধের দামামা বাজিয়ে চলেছে ভারত। কয়েকঘণ্টার মধ্যেই পাকিস্তানকে মুখের উপরে যোগ্য জবাব দেয় ভারত। ভারতের প্রতিনিধি পেটাল গেহলট পাকিস্তানকে এক হাত নিয়ে মন্তব্য করলেন, পাকিস্তান হল সেই দেশ, যারা জঙ্গি সরবরাহ করাকে তাদের বিদেশনীতির অংশ করে তুলেছে। পহেলগাঁও থেকে শুরু করে একাধিক ঘটনায় পাকিস্তানের জঙ্গিযোগ প্রমাণিত হয়েছে। নয়াদিল্লির কটাক্ষ, ওসামা বিন লাদেনের মতো সন্ত্রাসবাদীকেও আশ্রয় দিয়েছিল পাকিস্তান। গোটা বিশ্বের পক্ষেই বিপজ্জনক হয়ে উঠেছে দেশটি। গভীর দুর্ভাগ্যজনক, স্বয়ং পাক প্রধানমন্ত্রী পর্যন্ত নেমে পড়েছেন জঙ্গিদের মহিমান্বিত করতে। তাঁর মন্তব্য, কোনও নাটক বা মিথ্যার স্তূপ সত্যকে গোপন করতে পারে না। চাপা দিতে পারে না আসল তথ্যকে।
আরও পড়ুন-কড়া নিরাপত্তা ডায়মন্ড হারবার জেলা পুলিশের
গেহলট বিশেষভাবে উল্লেখ করেন যে পাকিস্তান কীভাবে সন্ত্রাসবাদকে আশ্রয় ও সমর্থন দিয়ে আসছে। তিনি স্মরণ করিয়ে দেন, চলতি বছরের শুরুতে জম্মু ও কাশ্মীরে পর্যটকদের উপর বর্বর হত্যাকাণ্ডের পর রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তান একটি পাকিস্তানি-স্পন্সরড সন্ত্রাসবাদী সংগঠনকে রক্ষা করেছিল। তিনি স্পষ্ট করে বলেন, এই সেই পাকিস্তান, যারা ২০২৫ সালের ২৫ এপ্রিল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে পর্যটকদের উপর বর্বর হত্যাকাণ্ডের জন্য দায়ী রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি পাকিস্তানি-স্পন্সরড সন্ত্রাসবাদী সংস্থাকে রক্ষা করেছিল। তাদের এই ধরনের মিথ্যাচার করতে সত্যিই কোনও লজ্জা নেই।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…