সংবাদদাতা, বোলপুর: ‘বিগত বেশ কয়েকদিন ধরে আমার শরীর অসুস্থ ছিল। তবে বর্তমানে কিছুটা সুস্থ অনুভব করছি। আপনারা মানুষের পাশে থাকুন, মানুষকে ভালবাসুন, মানুষের উন্নয়ন করুন। কোনও অন্যায় কাজে থাকবেন না। আপনাদের আশীর্বাদে আমি সুস্থ। বিশ্রাম নিতে হবে। বড়রা আমার প্রণাম নেবেন। আমি আছি, আমি মরি নাই।’ বাড়িতে পৌঁছে অনুগামীদের উদ্দেশে বললেন বীরভূম তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)।
দীর্ঘ দেড় মাস পর জেলায় ফিরলেন অনুব্রত (Anubrata Mondal)। তাঁকে দেখেই কর্মীদের চোখেমুখে ধরা পড়ল উচ্ছ্বাস। কেউ কেউ আবেগে কেঁদেও ফেললেন। পুষ্পবৃষ্টি করে তাঁকে স্বাগত জানানো হয়। অনুব্রত জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে এলাকা। গোটা বোলপুর শহর ঢেকে যায় তৃণমূল কংগ্রেসের পতাকায় ও ফেস্টুনে। বোলপুরের নীচুপট্টিতে অনুব্রতর বাড়ির সামনেও হাজির ছিলেন ভক্তরা।
আরও পড়ুন: বঞ্চনার জবাব চায় আইএনটিটিইউসি
গতকাল সিবিআই অফিসে গিয়েছিলেন। সেখান থেকে শারীরিক পরীক্ষা করাতে যান এসএসকেএম হাসপাতালে। চিকিৎসকেরা তাঁকে বিশ্রাম নিতে বলেছেন। এরপর চিনার পার্কের বাড়িতে ফেরেন। সেখান থেকে এদিন দুপুরে বীরভূমের উদ্দেশে রওনা হন।
সকাল থেকেই সিউড়ির বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরি, বোলপুর পুরপ্রধান ওমর শেখ ও অন্য নেতা-কর্মীরা ছিলেন ব্যবস্থাপনায়। বিকাশ বলেন, অনুব্রত মণ্ডল আমাদের উৎসাহ, বীরভূম জেলার উন্নয়নের কাণ্ডারি। আজ আমাদের খুশির দিন।’