পেটিএম করবেন না, ব্যবসায়ীদের অন্য অ্যাপ ব্যবহারের পরামর্শ সর্বভারতীয় ব্যবসায়ী সংগঠনের

Must read

আর পেটিএম করবেন না। এবার অন্য পেমেন্ট অ্যাপ ব্যবহার করুন। সুরক্ষার স্বার্থে নির্দেশ দিল সর্বভারতীয় ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স। রবিবার এক বিজ্ঞপ্তি জারি করে ভারতীয় ব্যবসায়ীদের পেটিএম ব্যাঙ্ক ব্যবহার করতে নিষেধ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

দিনকয়েক আগেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে পেটিএম ব্যাঙ্ক ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়। আরবিআই স্পষ্ট জানিয়েছে, ২৯ ফেব্রুয়ারির পর আর ব্যাঙ্কিং পরিষেবা দিতে পারবে না পেটিএম। মার্চ থেকে পেটিএমের মাধ্যমে আর্থিক লেনদেনের আর বৈধতা থাকবে না। এরপরই রবিবার স্পষ্টভাবে ভারতীয় ব্যবসায়ীদের পেটিএম ব্যাঙ্ক বন্ধের নির্দেশ দিল ব্যবসায়ীদেরই সর্বভারতীয় সংগঠন।

আরও পড়ুন- পরীক্ষার আগেই ম্যাজিক নম্বর নিয়ে সতর্কবার্তা সংসদের

তবে কেন্দ্রের আচমকা এমন নির্দেশে বিপাকে পড়েছেন বহু গ্রাহক। তাঁদের অভিযোগ, যদি অস্বচ্ছতা থাকে বা একটি আধারের বিনিময়ে ভূরিভূরি অ্যাকাউন্ট করা হয়ে থাকে তাহলে প্রথম থেকেই কেন কড়া পদক্ষেপ নিল না আরবিআই? অন্যদিকে রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের আগে এসব করে দেশবাসীর কাছে নিজেদের ভাবমূর্তি রক্ষায় ময়দানে নেমে পড়েছে বিজেপি। আর তাই নিজেদের মর্জিমতো সাধারণ মানুষকে অসুবিধায় ফেলে এরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। অন্যদিকে শোনা যাচ্ছে, বর্তমান অভিযোগের মধ্যেই পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে তদন্ত শুরু করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির তদন্তের খবর প্রকাশ্যে আসতেই এ-বিষয়ে প্রশ্নের জবাব দিলেন কেন্দ্রের রাজস্বসচিব সঞ্জয় মালহোত্রা। তিনি সাফ জানান, পেটিএমের বিরুদ্ধে নতুন করে কোনও অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আপাতত পেটিএমের বিরুদ্ধে ওঠা অভিযোদ খতিয়ে দেখছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সিএআইটি সভাপতি বি সি ভারতীয়া এবং মহাসচিব প্রবীণ খান্ডেলওয়াল রবিবার বিজ্ঞপ্তি জারি করে জানান, ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি থেকে বাঁচাতে এবং লেনদেনের ক্ষেত্রে ঝুঁকি কমাতেই অন্য অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের।

Latest article