প্রতিবেদন : ফেডারেশনকে ভুল বুঝবেন না। শনিবার বৈঠক শেষে বললেন সভাপতি স্বরূপ বিশ্বাস। শনিবার সকাল থেকেই টেকনিশিয়ান ও পরিচালকদের সমস্যা মেটাতে দফায় দফায় নিজেদের মধ্যে কথা বলেন শিল্পী, পরিচালক ও কলাকুশলীরা। স্বরূপ বলেন, রাহুল মুখোপাধ্যায়কে ক্রিয়েটিভ প্রোডিউসার হিসেবেই দেখতে চায় ফেডারেশন। সৌমিক হালদারকেই তারা চায় পরিচালক হিসেবে। আমাদের কাছে শ্যুটিং বন্ধ হওয়ার কোনও মেইল আসেনি। শ্যুটিং আজও হয়েছে, কালও হবে। ফেডারেশনকে যেন কোনওভাবেই ভুল বোঝা না হয়। ফেডারেশনের বক্তব্য, তারা কেউই গুপি শ্যুটিংকে সমর্থন করেন না। বাংলাদেশে শ্যুটিং করা নিয়ে কোনও সমস্যা নেই। কিন্তু নিয়ম মেনেই কাজ করতে হয় সকলকে।
আরও পড়ুন- হাসপাতালে ভাইকে দেখতে গিয়ে আক্রান্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট! ঘটনায় চাঞ্চল্য