ওয়াকফে রাজ্যের প্রতিবাদকেই মান্যতা শীর্ষ আদালতের, কারও প্ররোচনায় পা দেবেন না

Must read

প্রতিবেদন : ওয়াকফ (WAQF) বিল নিয়ে কেন্দ্রীয় সরকার গায়ের জোরে যে সব অন্যায্য বক্তব্য চাপিয়ে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস তার বিরোধিতা করেছে। এখন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে সেই সব প্রতিবাদ মান্যতা পাচ্ছে। দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে যে সব বিষয়ে আপত্তি তোলা হয়েছিল, সেগুলি আপত্তি করার মতোই। সুপ্রিম কোর্টের তরফ থেকে ইতিমধ্যেই যেসব বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে, তাতে সেই আপত্তিগুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে কেন্দ্রীয় সরকার ধাক্কা খেয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের অনুরোধ, মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন। সুপ্রিম কোর্টে আইনি লড়াই চলছে। আমরা আদালতের উপর আস্থা রাখছি। এই সময় কারও কোনও প্ররোচনায় পা দেবেন না। যারা সমাধান না চেয়ে শুধু জটিলতা তৈরি করতে চায়, তারা চাইবে মানুষের আবেগকে বিপথে চালিত করে নিজেরাই গোলমাল পাকিয়ে তার রাজনৈতিক ফায়দা তুলতে। তাই কোনওরকম বিশৃঙ্খল পরিস্থিতি যাতে চক্রান্তকারীরা তৈরি করতে না পারে তার জন্য সকলকে সতর্ক থাকতে হবে। এখনও পর্যন্ত যা শুনানি হয়েছে তাতে আমরা আদালতের উপর ভরসা রাখতেই পারি। আইনি লড়াই সর্বশক্তিতেই চলছে এবং চলবে। সংসদীয় কমিটি, লোকসভা, রাজ্যসভায় আমরা প্রতিবাদ জানিয়েছি। এখন চক্রান্তকারীদের থেকে সাবধানতা রেখেই গণতান্ত্রিক প্রতিবাদ হতে পারে। কিন্তু কাউকে কোনও অশান্তি করতে দেবেন না।

আরও পড়ুন- মোদি আমলে মহিলা ক্ষমতায়নের এই তো নমুনা! লক্ষ্মীর ভাণ্ডারের নকল করে, বিজেপির প্রতারণার রাজনীতি

Latest article