ভূস্বর্গে যাবেন না: মার্কিনিদের পরামর্শ বাইডেন প্রশাসনের

Must read

প্রতিবেদন : ৩৭০ ধারা তুলে দেওয়ায় জম্মু-কাশ্মীরে শান্তি ফিরেছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশ্বের দরবারে জম্মু-কাশ্মীরকে তুলে ধরার জন্যই ভূস্বর্গের বিশেষ মর্যাদা বা ৩৭০ ধারা তুলে দেওয়া হয়েছে বলে দাবি করে কেন্দ্রের বিজেপি সরকার।
কিন্তু কাশ্মীরের বাস্তব চিত্র সম্পূর্ণ অন্য কথা বলছে। জম্মু-কাশ্মীরের (Jammu-Kashmir- US Administration) পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নিজের দেশের নাগরিকদের ভূস্বর্গে না যাওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন প্রশাসন। ভারতের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে মার্কিন বিদেশ দফতর ভারত সফরের ব্যাপারে অ্যাডভাইসরি লেভেল ২ জারি করেছে।

আরও পড়ুন-১০ লক্ষ ব্যবহারকারীর লগইন তথ্য ফাঁস হয়েছে, জানাল মেটা

শুক্রবার মার্কিন (Jammu-Kashmir- US Administration) বিদেশ দফতর এক বিবৃতিতে জানিয়েছে, ভারতে অপরাধ এবং সন্ত্রাসবাদ ক্রমশ বাড়ছে। বিশেষ করে জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদীদের রমরমা। উদ্বেগজনকভাবে বাড়ছে ধর্ষণের ঘটনাও। তাই মার্কিন নাগরিকদের এই মুহূর্তে জম্মু ও কাশ্মীর ভ্রমণ এড়িয়ে যাওয়া উচিত। বিশেষ করে ভারত ও পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে পর্যটকদের না যেতে বলা হয়েছে। ভারতের পাশাপাশি পাকিস্তান সফর নিয়েও নিজের দেশের মানুষকে সতর্ক করেছে মার্কিন বিদেশ মন্ত্রক। উল্লেখ্য, মার্কিন প্রশাসন যখন সেদেশের পর্যটকদের জন্য এই নির্দেশিকা জারি করেছে, ঠিক তখনই বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলিধরন আমেরিকা সফর করছেন। বিরোধীদের অভিযোগ, একদিকে মোদি এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা যখন ভূস্বর্গের উন্নয়ন ও শান্তি ফেরার কথা বলছেন, ঠিক সেই সময়ই ভারতে সন্ত্রাসবাদের বৃদ্ধির কথা বলে মার্কিন নাগরিকদের প্রতি নির্দেশিকা জারি করছে সেদেশের বিদেশমন্ত্রক। যা ভারতের পক্ষে চরম লজ্জার।

Latest article