বেঙ্গালুরু : একদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে ২৮ অগাস্ট সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন নিয়ে তৎপরতা চলছে। অন্যদিকে, নিয়ম না মানায় এই সপ্তাহের মধ্যে ফিফার নির্বাসনের শাস্তি নেমে আসার আশঙ্কা রয়েছে। এমনই আশা-আশঙ্কার দোলাচলে আইএসএল এবং আই লিগের দলগুলি প্রাক-মরশুম প্রস্তুতি চালাচ্ছে জোরকদমে। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে নতুন মরশুমের প্রথম টুর্নামেন্ট ডুরান্ড কাপ। তারই প্রস্তুতির ফাঁকে রবিবার বেঙ্গালুরু এফসি-র ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Football Player Sunil Chhetri)। রবিবার রাতেই ডুরান্ড খেলতে শহরে চলে এলেন তিনি। ফিফার নির্বাসন-হুমকি বা মহিলাদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ভারত থেকে সরে যাওয়ার সম্ভাবনা নিয়ে এদিন মুখ খুলেছেন সুনীল।
আরও পড়ুন: অতি বাড় বেড়ো না, ঝড়ে ভেঙে যাবে: নাম না করে শুভেন্দুকে নিশানা মুখ্যমন্ত্রীর
ভারত অধিনায়ক (Football Player Sunil Chhetri) বলেন, ‘‘আমি ছেলেদের সঙ্গে কথা বলেছি। খেলোয়াড়দের আমার পরামর্শ, এই ব্যাপার নিয়ে একেবারে মাথা ঘামাবে না। কারণ, এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে।’’ সুনীল সতীর্থদের আরও বলেন, ‘‘যারা বিষয়টি দেখছে, তারা নিশ্চয় ভাল খবর আমাদের দেবে। প্রশাসনিক কর্তারা সমস্যা মেটানোর চেষ্টা করছে। সবাই পরিশ্রম করছে বিষয়টির ইতিবাচক নিষ্পত্তির জন্য। ফেডারেশনে যারা আছে তারা সর্বতোভাবে চেষ্টা করছে যাতে আমরা জিতে বেরিয়ে আসতে পারি। আমাদের উদ্বিগ্ন হয়ে পড়ার দরকার নেই। বরং আমরা খেলোয়াড়রা যাতে নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারি সেটা নিশ্চিত করতে হবে।’’
আরও পড়ুন: মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে ঘোড়া কেনাবেচা, তার কেন তদন্ত হবে না? প্রশ্ন মুখ্যমন্ত্রীর