সংবাদদাতা, বীরভূম : বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল সাংসদ শতাব্দী রায় (Shatabdi Roy) বৃহস্পতিবারও রামপুরহাট ১ নম্বর ব্লকের ভোট সুরক্ষা শিবিরগুলো পরিদর্শন করলেন। সঙ্গে ছিলেন রামপুরহাট বিধানসভার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় ও অন্য তৃণমূল নেতৃত্ব। ভোট শিবির কেন্দ্র পরিদর্শন করার সময় শতাব্দী (Shatabdi Roy) এলাকার মহিলা ভোটারদের সচেতন করেন। বলেন, বাড়িতে যখন ফর্ম দিতে বিএলও আসবেন, তাড়াহুড়ো করবেন না ফর্ম ফিলআপ করার জন্য। কারণ, সামান্য ভুল হলে আপনার নাম বাদ চলে যেতে পারে। পরে আপনি এনআরসির তালিকাভুক্ত হয়ে যাবেন। ভুলে যাবেন না পশ্চিম বাংলার পাশের রাজ্য অসমে বিজেপি ষড়যন্ত্র করে ১৪ লক্ষ হিন্দুদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে। কারণ তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। কোথাও যদি ফর্ম ফিলআপ করতে অসুবিধা হয়, তাহলে ভোটসুরক্ষা ক্যাম্পে গিয়ে সাহায্য নিন। বাড়ির প্রত্যেকের নাম তোলার ব্যবস্থা করবেন। বিরোধীরা নানারকম ষড়যন্ত্র করবে নম্বর দেওয়ার কিন্তু কোনওভাবেই তাদের ষড়যন্ত্রে পা দেবেন না। বিজেপির উদ্দেশ্য পেছনে দরজা দিয়ে বাংলার ক্ষমতা দখল করা। তার জন্য সব রকমের ছলচাতুরি সাহায্য নেবে। আমাদের দায়িত্ব মানুষকে সচেতন করে সঠিকভাবে পরিচালনা করা। গ্রাম্য এলাকায় এখনো বহু মানুষ এস আই আর নিয়ে বিভ্রান্ত রয়েছে। তাদেরকে দলের কর্মীরা আশ্বস্ত করবে। সাহায্য করবে। বিজেপির এই ঘৃণ্য চক্রান্ত প্রথম মানুষের নজরে নিয়ে এসেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্র নির্বাচনের আগে বিজেপি যে ষড়যন্ত্র করেছিল সেটা মহারাষ্ট্রের বিরোধী রাজনৈতিক দলগুলো বুঝতে পারেনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপির এই চালাকি ধরে ফেলেছেন।
আরও পড়ুন-শিশুসাথী প্রকল্পের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর: খরচ ৩০০ কোটি, ১২ বছরে রোগমুক্ত হল ৬৩ হাজার শিশু

