বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশনের (SSC) ২০১৬ সালের গোটা নিয়োগ প্যানেলই বাতিল হয়েছে। এরপরেই দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নবান্নে শিক্ষামন্ত্রীর সঙ্গে একদফা বৈঠক করে সাংবাদিক বৈঠকে এসে সুপ্রিম কোর্টের রায় তুলে ধরে স্পষ্ট জানিয়ে দিলেন, ”যাঁরা চাকরি করছেন, তাঁদের কোনও টাকা ফেরৎ দিতে হবে না! তবে আদালতের নির্দেশ মেনে ৩ মাসের মধ্যেই নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।” মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘যারা বঞ্চিত হয়েছেন, তাঁরা একটা ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন জাস্টিস পাওয়ার জন্য। শিক্ষামন্ত্রীকে তাঁরা অনুরোধ করেছেন, সকলে মিলে একটা সভা করতে চান। আমি যদি সেখানে থাকি, মুখ্যসচিব, আইনজীবীরাও থাকবেন। আমি তাঁদের কথায় সাড়া দিয়ে ৭ তারিখ ইন্ডোর স্টেডিয়ামে যাব। দুপুর ১২টা ১৫ নাগাদ যাব। শুনতে কোনও আপত্তি নেই। বলব, ধৈর্য হারাবেন না। মানসিক চাপ নেবেন না। কোর্ট বলেছে, সকলকে আবেদন করতে, আবেদন করুন। প্রসেস যখন হবে আমরা তাড়াতাড়ি সমস্যা সমাধানের চেষ্টা করব।’’
আরও পড়ুন-৩০ এপ্রিল থেকে গরমের ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
তিনি বলেন, ”প্রায় ২৬ হাজার চাকরি, পরিবার পিছু ৫ জন ধরলে প্রায় ১.৫ লক্ষ মানুষ। আদালতের নির্দেশ ঘিরে তাদের মধ্যে নেমে এসেছে হাহাকার। চাকরিহারাদের অনেকে ব্যাঙ্ক থেকে লোন নিয়েছেন। তাঁদেরও সংসার রয়েছে। এভাবে কয়েকলক্ষ পরিবারকে অচল করে দিল।চাকরিহারাদের পাশে দাঁড়ানোর জন্য যদি বিজেপি আমাকে গ্রেফতারও করে তাহলেও রাজি আছি। ক্যাচ মি ইফ ইউ ক্যান।”
আরও পড়ুন-ট্রেনের ধাক্কায় হাতিমৃত্যু আটকাতে এআই প্রযুক্তির ব্যবহার করে চাপড়ামারি জঙ্গলে বসল নতুন যন্ত্র
এরপরেই চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “মানসিক চাপ নেবেন না। ধৈর্য্য ধরুন। নিশ্চয়ই সমস্যার সমাধান হবে। যখন বিপদে মানুষের পাশ থেকে সবাই পালিয়ে যায়, তখন কেউ না কেউ আসে তাঁকে রক্ষা করার জন্য। আমি শুনেছি শিক্ষক-শিক্ষিকারা অনেকে ডিপ্রেসেড। ডিপ্রেসনে চলে যাচ্ছেন অনেকে। আমরা চাই না একটাও দুর্ঘটনা ঘটুক। তাই পরিবারগুলির পাশে দাঁড়িয়েছি মানবিকতার স্বার্থে।” সুপ্রিমকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য বৃহত্তর বেঞ্চে যাবে কিনা জানতে চাওয়া হলে মুখ্যমন্ত্রী জানান সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।