কাঁথি জুড়ে পড়ল ব্যঙ্গ পোস্টার ‘ডোন্ট টাচ মি’

Must read

সংবাদদাতা, কাঁথি : রাজ্যের বিরোধী দলনেতার দুর্নীতি নিয়ে সিবিআই তদন্ত ও গ্রেফতারের দাবি আগেই উঠেছিল। তাঁর ‘ডোন্ট টাচ মি’ (Suvendu Adhikari- Don’t Touch Me) মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়া টীকাটিপ্পনীতে ছেয়ে গিয়েছিল। তার সঙ্গে জুড়েছে ‘সমকামী’ অভিযোগও। তা একধাপ এগিয়ে বিরোধী দলনেতার ছবি-সহ পোস্টার পড়ল খোদ বিরোধী নেতার নিজের কাঁথি শহরে। বিশ্বকর্মাপুজোর দিন সকালে ছবি-সহ তিন রকম পোস্টার ছেয়ে গিয়েছে শহরে। একটিতে বিরোধী দলনেতার (Suvendu Adhikari- Don’t Touch Me) দুটি আলাদা আলাদা রঙিন ছবি। নিচে ইংরেজিতে লেখা, ‘ডোন্ট টাচ মি’, আর বাংলায় লেখা ‘আমি সমকামী’। কোনও ছবির নিচে লেখা ‘আমি উভলিঙ্গ, শুধুই চাই পুংলিঙ্গ’। পোস্টারগুলো লাল কালিতে লেখা। আরেক ধরনের পোস্টার পড়েছে। তাতে বিরোধী দলনেতার মাথা কামানো। নিচে বড় হরফে লেখা, ‘বাংলার বড় চোর ’ বা কালো পোস্টারে সাদা রঙের বড় বড় হরফে লেখা, ‘বাংলার পান্তা CHEENA’। বিরোধী দলনেতার বাড়ি ‘শান্তিকুঞ্জ’র আশেপাশেও পোস্টার পড়েছে। এছাড়াও কাঁথি মহকুমাশাসকের দফতর, কাঁথি-মেচেদা বাইপাস, পদ্মপুকুরিয়া ইত্যাদি শহরের নানা জনবহুল এলাকা পোস্টারে ছেয়ে গিয়েছে। ১২ সেপ্টেম্বর এই কাঁথি শহরেই ‘চোর চোর চোট্টা’ লেখা পোস্টার পড়েছিল। শুভেন্দুর বিরুদ্ধে সিবিআই তদন্তও দাবি করা হয়েছিল। কারা এই পোস্টার মেরেছে তা স্পষ্ট নয়। কেউ দায় স্বীকার করেনি। এমন পোস্টারের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে দলীয় নেতৃত্ব।

আরও পড়ুন-টানা বৃষ্টিতে পাহাড়ে ধস, বন্ধ টয় ট্রেন

Latest article