দুন এক্সপ্রেসে দুষ্কৃতী তাণ্ডব! কোথায় যাত্রী নিরাপত্তা?

Must read

একের পর এক অভিযোগ রেল পরিষেবা নিয়ে। এবার ডাউন দুন এক্সপ্রেসের (Doon Express) সংরক্ষিত কামরায় চলল দুষ্কৃতী তাণ্ডব। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা উঠে মারধর করল যাত্রীদের, ছিনিয়ে নেওয়া হল টাকা পয়সাও, এমনটাই অভিযোগ যাত্রীদের। আতঙ্কের ছাপ যাত্রীদের চোখে মুখে।

আরও পড়ুন- এক মঞ্চে রবীন্দ্র আবহে মিশলো তিন কবি, ব্যতিক্রমী সুরেলা সফরে অদিতি মহসিন

বিহার থেকে হাওড়াগামী দুন এক্সপ্রেসের (Doon Express) এসি ৯ কামরায় বেশ কয়েকজন দুষ্কৃতী উঠে সিট জবরদখলের চেষ্টা করে বলে যাত্রীরা অভিযোগ করেছেন। বচসা বাড়লে সেখানে আরপিএফ পৌঁছয় কিন্তু তাতেও দুষ্কৃতীদের ঠেকানো যায়নি। তারা ছুরি এবং আগ্নেয়াস্ত্র নিয়েই যাত্রীদের ওপর চড়াও হন বলে অভিযোগ। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় রেলের তরফে এখনও পর্যন্ত কোনও বিবৃতি মেলেনি।

Latest article