বেঙ্গালুরু, ১৭ অগাস্ট : জাতীয় দলের কোচ হয়েই কড়া সিদ্ধান্ত নিয়েছেন খালিদ জামিল। আসন্ন কাফা নেশনস কাপের জন্য ৩৫ জনের প্রাথমিক দল বেছে নিয়েছেন তিনি। সেই দলে নাম নেই সুনীল ছেত্রীর! ইতিমধ্যেই বেঙ্গালুরুতে প্রস্তুতি শিবিরও শুরু করেছেন খালিদ। এবার সুনীলের দলে না থাকা নিয়ে মুখ খুলেছেন নতুন ফুটবল কোচ।
আরও পড়ুন-মাঠে ফিরেই গোল, জেতালেন মেসি
খালিদের বক্তব্য, সুনীল ভারতীয় ফুটবলের কিংবদন্তি। আমি নিজে ওর বিরুদ্ধে খেলেছি। ওর অসংখ্য ম্যাচ দেখেছি। সুনীল ভারতীয় ফুটবলের রোল মডেল। আমার ফেভারিট ফুটবলার। ওর জন্য জাতীয় দলের দরজা সব সময়ই খোলা থাকবে। খালিদের সংযোজন, কাফা নেশনস কাপ আমার কাছে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচগুলোর প্রস্তুতি মঞ্চ। তাই সুনীলকে শিবিরে ডাকিনি। এই টুর্নামেন্টে আমি কিছু নতুন মুখ দেখে নিতে চাই। সুনীলের সঙ্গে আমি কথা বলেছি। নিজের পরিকল্পনা ওকে জানিয়েছি।