জোড়া অক্ষরেখা, বৃষ্টির জেরে কমবে তাপমাত্রা

ঝড়ের বেগ বেশি থাকতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে।

Must read

প্রতিবেদন : জোড়া অক্ষরেখা, পশ্চিমি ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য জুড়ে। বঙ্গোপসাগর (Bay Of Bengal) থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার উপকূলে। শনিবার সকাল থেকেই কলকাতা-সহ একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে লাগাতার। ঝড়ের বেগ বেশি থাকতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে।

আরও পড়ুন-ইডেনে ১৮তম আইপিএলের জমকালো শুরুয়াত

এই জেলাগুলিতে শিলাবৃষ্টি হতে পারে। দক্ষিণের সর্বত্র বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, মালদহ এবং কালিম্পংয়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির জন্য আগামী কয়েক দিনে রাজ্যের তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি কমতে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

Latest article