প্রতিবেদন : বিশ্ব টেবল টেনিসে বড় চমক দিলেন বাংলার দুই মেয়ে সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়। তিউনিশিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড টিটি কনটেনডর মিটে মেয়েদের ডাবলসে চ্যাম্পিয়ন হলেন সুতীর্থা-ঐহিকা জুটি। ফাইনালে তাঁরা ৩-১ ব্যবধানে হারিয়েছেন টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই জাপানের মিউ কিহারা ও মিয়া হরিমোতোকে।
আরও পড়ুন-এমসিসিতে ঝুলন
বিশ্ব ক্রমতালিকায় এই মুহূর্তে ৩৬ নম্বরে রয়েছেন দুই বঙ্গ তনয়া। সেখানে তাঁদের প্রতিপক্ষ জাপানি জুটির র্যাঙ্কিং প্রথম পঁচিশে। তবে গোটা টুর্নামেন্টেই দুর্দান্ত খেলেছেন সুতীর্থা-ঐহিকা জুটি। সেমিফাইনালে তাঁরা ৩-২ ব্যবধানে হারিয়েছিলেন বিশ্বের তিন নম্বর জুটি তথা টুর্নামেন্টের শীর্ষ বাছাই দক্ষিণ কোরিয়ার শিন ইউবিন ও জিয়ন জিহেকে। ওয়ার্ল্ড টিটি কনটেনডর মিট মূলত ক্রমতালিকায় ওঠার জন্য আয়োজিত হয়। এই জয়ে সুতীর্থা ও ঐহিকা র্যাঙ্কিংয়ে এগোবেন।