দ্রুত খুলছে ডিপিএল-জট

শ্রমিক সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারম্যান মৃগেন্দ্রনাথ পাল, মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায় প্রমুখ।

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : খুব শিগগিরই রাজ্য সরকার নিয়ন্ত্রিত তাপবিদ্যুৎ উৎপাদনকারী ডিপিএল-কে ঘিরে কয়েক মাস ধরে ঘনীভূত দুশ্চিন্তার মেঘ কাটতে চলেছে। মঙ্গলবার এই আশ্বাসের কথা শোনালেন পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসি সভাপতি অভিজিৎ ঘটক। সংগঠনের ডাকে ডিপিএল কারখানা সংলগ্ন গ্যামন ব্রিজ ময়দানে কয়েক হাজার শ্রমিকের সামনে তিনি বলেন, দুশ্চিন্তার কোনও কারণ নেই, কয়েক মাসের মধ্যেই ডিপিএল আগের চেহারায় ফিরবে।

আরও পড়ুন-কোচের দায়িত্ব ছাড়লেন অরুণ

রাজ্যে যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, ততদিন কোথাও কোনও শিল্প-কারখানা বন্ধ হতে দেওয়া হবে না। বাম আমলে চিনা সংস্থা ডং-ফ্যাং কর্পোরেশন লিঃ ডিপিএল-এ নতুন একটি ইউনিট নির্মাণের বরাত পায়, কিন্তু জন্মলগ্ন থেকেই সেই ইউনিটও খুঁড়িয়ে চলে। কোক ওভেন প্ল্যান্টটিকে বন্ধ করে দেওয়া হয়। কারখানাটির ফের ঘুরে দাঁড়ানোর এই বার্তা শুনে শ্রমিকদের মধ্যেও দেখা দেয় বাঁধভাঙা উচ্ছ্বাস-উদ্দীপনা। শ্রমিক সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারম্যান মৃগেন্দ্রনাথ পাল, মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায় প্রমুখ।

Latest article