প্রতিবেদন : বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্য কলকাতায় একটি সংবাদপত্রের অফিসে এসে প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের (Kunal Ghosh) সঙ্গে বৈঠক করলেন ডাক্তার নেতা নারায়ণ বন্দ্যোপাধ্যায়। ঘণ্টাখানেকের বৈঠক শেষে নারায়ণ বন্দ্যোপাধ্যায় বলেন, যাঁরা অনশন করছেন তাঁরা আমাদের সন্তানসম। ছাত্র হিসাবে উজ্জ্বল। অনশনের কারণে তাঁরা যাতে বিপদে না পড়েন, অভিভাবক হিসাবে আমি তা চাইব। জটটা যাতে কোনও ভাবে কাটানো যায় সেটা অবশ্যই চাইছি। কুণাল জানান, কেউই চান না অনশন চলুক। মাননীয় মুখ্যমন্ত্রী বহু আগে থেকেই সদিচ্ছা দেখিয়ে ধরনা মঞ্চে ছুটে গিয়েছেন, বৈঠক করেছেন। তিনিও চান অনশন তুলে নেওয়া হোক। মূল অভিযুক্ত চিহ্নিত। পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। এই অবস্থায় জুনিয়র, সিনিয়র এবং অভিভাবকদের বিশাল অংশ এই অনশন চাইছেন না। একটি অংশ রাজনীতির জন্য ছেলেমেয়েগুলিকে ব্যবহার করতে চাইছে। কুণালের (Kunal Ghosh) কথায়, আমি সরকারের কেউ নই। তবে কিছু বিষয়ে আজ কথা হয়েছে। আগামী দিনে আরও কথা হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- ফের প্রমাণিত রেলের অপদার্থতা, অসমে লাইনচ্যুত মুম্বইগামী লোকমান্য তিলক এক্সপ্রেস