হু -র কোভিড ম্যাপে ভারতের অংশকে চিন ও পাকিস্তান হিসেবে দেখানো হচ্ছে, সরব তৃণমূল সাংসদ ডাঃ শান্তনু সেন (Dr Shantanu Sen), চিঠি দিলেন প্রধানমন্ত্রীকে।
বিশ্বজুড়ে করোনার সাম্প্রতিক অবস্থা বোঝাতে মানচিত্র প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর সেই মানচিত্রকে ঘিরে তৈরি হলো বিতর্ক। বিশ্ব মানচিত্রে ভারতের জম্মু-কাশ্মীরকে চিন ও পাকিস্তানের অংশ হিসেবে দেখানোর অভিযোগ উঠল বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে। এ নিয়ে অবিলম্বে হস্তক্ষেপ দাবী করে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডাঃ শান্তনু সেন ( Dr Shantanu Sen)।
রবিবার টুইট করে তিনিই এই বিষয়টি প্রথম প্রকাশ্যে এনে সরব হয়েছেন তৃণমূল সাংসদ ডাঃ শান্তনু সেন পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মমতা বন্দ্যোপাধ্যায়কেও টুইটটি ট্যাগ করেছেন তিনি।
এদিন টুইটারে ডাঃ শান্তনু সেন লিখেছেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ভারতের যে ম্যাপ তুলে ধরা হয়েছে সেখানে জম্মু-কাশ্মীরকে বিভিন্ন রঙে তুলে দেখানো হচ্ছে। শুধু তাই নয়, জম্মু-কাশ্মীরের সেই নির্দিষ্ট অংশে ক্লিক করলে চিন ও পাকিস্তানের করোনা সংক্রান্ত তথ্য উঠে আসছে। বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নজরে আনতে টুইটটি প্রধানমন্ত্রীকে ট্যাগ করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। পাশাপাশি টুইটটি ট্যাগ করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।
উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে বিশ্বজুড়ে মানচিত্রের ভিত্তিতে যে করোনা রিপোর্ট তুলে ধরা হয়েছে সেখানে পাকিস্তান সীমান্তবর্তী জম্মু-কাশ্মীরের বেশিরভাগ অংশকে সাদা রঙে দেখানো হচ্ছে, পাশাপাশি চিন সীমান্তবর্তী একটি অংশ সাদা ও আকাশী ডোরাকাটা রঙে। ভারতের বাকি অংশ রয়েছে আকাশী রঙে। শুধু তাই নয়, জম্মু কাশ্মীরের ওই বিতর্কিত অংশে ক্লিক করলে দেখা যাচ্ছে পাকিস্তানের করোনা সংক্রান্ত তথ্য। পাশাপাশি আকাশী- সাদা ডোরাকাটা অংশে ক্লিক করলে দেখা যাচ্ছে চিনের করোনা সংক্রান্ত তথ্য। একইরকম ভাবে অরূনাচলের রঙও ভিন্ন। সংশয় তৈরি হয়েছে তা নিয়েও। স্বাভাবিকভাবেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বিতর্কিত ম্যাপ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে গোটা দেশে।
“আমরা স্বচ্ছতা চাই- আমরা এর আগে ৭৫ বার বলেছি। আমরা ‘SIR’-এর বিরুদ্ধে নই। আমরা SIR…
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…