আজ রাজ্যে খসড়া তালিকা

আজ রাজ্যে খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আজকের খবর, প্রায় এক কোটি ৯০ লক্ষ ভোটারের কাছে নোটিশ পাঠানো হতে পারে।

Must read

প্রতিবেদন : আজ রাজ্যে খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আজকের খবর, প্রায় এক কোটি ৯০ লক্ষ ভোটারের কাছে নোটিশ পাঠানো হতে পারে। এর মধ্যে আনম্যাপড ৩০ লক্ষ। এই সংখ্যক মানুষকে শোনানোর জন্য ডেকে নথি যাচাই করা হবে। তবে এই ঘটনায় শোরগোল করতে চলেছে। কারণ এসআইআর পর্বটি বিজেপি এবং কমিশনের যৌথ ষড়যন্ত্রের ফসল। বাংলার মানুষকে হেনস্থা করাই মূল উদ্দেশ্য। আসলে কৌশলে নাম বাদ দিয়ে পিছনের দরজা দিয়ে বাংলা দখলের ছক।

আরও পড়ুন-এসআইআর আতঙ্ক : একই দিনে দুই আত্মহত্যা

বলা হচ্ছে, ২০০২ সালে ভোটার তালিকায় যাঁদের নাম নেই তাঁদেরকে ডাকা হবে। এই সংখ্যাটা প্রায় ২৫ লক্ষের কাছাকাছি। যাঁদের বয়স ৪৫ বছরের বেশি, এইরকম প্রায় ২১ লক্ষ ভোটারকে নোটিশ পাঠানো হবে। এছাড়াও আরও কয়েকটি ক্রাইটেরিয়া কমিশন রেখেছে যার ভিত্তিতে নোটিশ পাঠাবে তারা।
এখন প্রশ্ন হচ্ছে, বিশাল সংখ্যক মানুষকে ডেকে পাঠিয়ে নতুন যাচাই করে তারপর সত্যি সত্যি তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়া হলে তার কী প্রতিক্রিয়া হতে পারে! কারণ ইতিমধ্যেই তাঁরা বেশ কয়েকবার ভোট দিয়েছেন। ২০০২ সালের তালিকায় তাঁদের নাম নেই বলে যদি বাদ দেওয়া হয় তা নিয়ে প্রশ্ন উঠবে। অস্থির পরিস্থিতি তৈরি হবে। এখন দেখার বিষয়, আজ, মঙ্গলবার খসড়া তালিকা প্রকাশের পর জল কোন দিকে গড়ায়।

Latest article