সংবাদদাতা, জঙ্গিপুর : সামনেই পঞ্চায়েত নির্বাচন। সেই সময় ১০০ দিনের কাজের টাকা আটকে গ্রামের উন্নয়ন থমকে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। অভিযোগ করলেন সুতি বিধানসভার তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাস। জানালেন, ‘‘বকেয়া টাকার দাবিতে প্রতিবাদ মিছিল সংগঠিত করার নির্দেশ পেয়েছি। ৫ ও ৬ জুন সুতি বিধানসভার সর্বত্র বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
আরও পড়ুন-১০০ দিনের কাজের টাকা আটকে কেন্দ্রের রাজনীতি, দুর্গাপুরে দু’দিন দুর্বার, আন্দোলনের ডাক
একশো দিনের প্রকল্পে গত এপ্রিল থেকে কয়েক মাস শ্রমিকদের হাতে কাজ না থাকায় তাঁদের মুর্শিদাবাদের সুতি ১ নম্বর ব্লকের সাদিকপুর গ্রাম পঞ্চায়েত ড্রাগন ফ্রুট চাষে উৎসাহিত করে। ড্রাগন ফ্রুট খুব পরিচিত ও জনপ্রিয়। পুষ্টিগত দিক দিয়ে ফলটি সমৃদ্ধ। তাই সরকার চাইছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ফলটির চাষ ছড়িয়ে দিতে। সরকারি খরচে এই ফলটি চাষ হলেও তার লভ্যাংশটুকু সবটাই চাষিরা পান। তাই ১০০ দিনের কাজের টাকা না আসায়, চাষিরা সমস্যায়। গত ছ’ মাসে মুর্শিদাবাদে ১০০ দিনের কাজের বকেয়া প্রায় ৬৮ কোটি টাকা। বিডিও এইচ এম রিয়াজুল হক বলেন, গত ডিসেম্বর মাস থেকে ১০০ দিনের কাজের টাকা বকেয়া রয়েছে। তবে শ্রমিকদের কাজের জন্য নতুন চিন্তাভাবনা শুরু করছে রাজ্য সরকার।