বিনোদন

হাতের মুঠোয় নাটক

হাতের মুঠোয় নাট্যমঞ্চ। নাটক এখন মোবাইলে! কীভাবে? আমাদের রাজ্যের বিভিন্ন নাট্যদলের উল্লেখযোগ্য প্রযোজনা সংরক্ষিত করা হচ্ছে ‘ওয়ান থিয়েটার’ ওটিটি প্ল্যাটফর্মে। এই অ্যাপ ডাউনলোড করে দেখা যাচ্ছে প্রায় ৩০০-র বেশি নাটক। যা নিয়ে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে নাট্যমোদীদের মধ্যে। কিছুদিন আগেই যাত্রা শুরু করেছে ডিজিটাল প্ল্যাটফর্মটি। গ্রাহকের সংখ্যা হু-হু করে বাড়ছে। মনে করা হচ্ছে, এই অ্যাপ বাংলা থিয়েটার তথা বাংলাকে আবারও বিশ্বমানচিত্রে প্রতিষ্ঠিত করবে, বাংলার জেলা ও শহর জুড়ে ছড়িয়ে থাকা নাট্যদলগুলিকে এক মঞ্চে আনবে।

আরও পড়ুন-ভারতের কায়দায় জল বন্ধ করে পাকিস্তানকে শিক্ষা দেবে কাবুল

নাটকের পাশাপাশি থাকছে নাট্যব্যক্তিত্বদের সাক্ষাৎকার। আছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটি বিশেষ আর্কাইভ। সৌমিত্র-কন্যা নাট্য-নির্দেশক ও অভিনেত্রী পৌলমী চট্টোপাধ্যায় জানালেন, এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। কারণ থিয়েটারের জন্য একটা পজিটিভ কিছু হচ্ছে। এই অ্যাপের সাহায্যে আমাদের কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। সেই কারণেই পুরো ব্যাপারটা আমার বেশ ভাল লাগছে।
আপনার কী কী নাটক এখানে রয়েছে? তিনি জানালেন, আমার নিজের নির্দেশিত-অভিনীত তিনটি নাটক এখানে আছে। সেগুলো হল ‘টাইপিস্ট’, ‘জন্মান্তর’, ‘চন্দনপুরের চোর’। সুমন মুখোপাধ্যায়ের নির্দেশিত ‘টিনের তলোয়ার’ নাটকটিও এখানে আছে। আমি অভিনয় করেছি। আমার বাবার নির্দেশিত কিছু নাটকও এখানে আছে। সেগুলো হল ‘আরোহণ’, ‘প্রাণতপস্যা’, ‘কুরবানী’। আগেই এই নাটকগুলোর ভিডিও রেকর্ডিং করা ছিল। এই ডিজিটাল প্ল্যাটফর্মের সাহায্যে কাজগুলো পৃথিবীর চারদিকে ছড়িয়ে পড়ছে। দর্শকেরা বুঝতে পারছেন এই সময় পশ্চিমবঙ্গে কীরকম নাটক হচ্ছে।
অভিনেতা-নির্দেশক গৌতম হালদারের কয়েকটি নাটক এখানে রয়েছে। সেগুলো হল ‘মিতালী’, ‘মরমিয়া মন’, ‘দুসরা’, ‘শীত ও বসন্ত’। আসতে পারে আরও কয়েকটি নাটক। কথা হল তাঁর সঙ্গে। এই উদ্যোগ সম্পর্কে তিনি জানালেন, থিয়েটার সবসময়ই লাইভ পারফরমেন্স, এটা আমরা জানি। এখন ডিজিটাল মাধ্যম সারা পৃথিবীতে দারুণ সক্রিয়। সবাই নানা বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলা থিয়েটার আরও বেশি দর্শকের কাছে পৌঁছে গেলে ভালই হবে। যাঁরা দেখবেন তাঁরা একটা ধারণা পেতে পারেন। ওটিটি প্ল্যাটফর্মে ভাল লাগলে সেই নাটকটি কোনও প্রেক্ষাগৃহে দেখার আগ্রহ তৈরি হতে পারে। এমনও হতে পারে, কোনও থিয়েটার হয়তো পরবর্তী সময় আর মঞ্চস্থ হল না, সংরক্ষিত হলে এই ওটিটি প্ল্যাটফর্মে নাটকটি দেখার সুযোগ মিলবে। কল্পনা করে নেওয়া যাবে, নাটকটা অন স্টেজ হলে কেমন হবে।
এটাকে কিন্তু সিনেমার বিকল্প মনে করেন না তিনি। কথাপ্রসঙ্গে জানালেন, থিয়েটার থিয়েটারই। এর সংরক্ষণ খুবই কঠিন। থিয়েটার জন্মায়, আবার মারাও যায়। তাই আগের থিয়েটার এখন আমরা দেখতে পাই না। শুধুই অন্যদের কাছে শুনি, সেই থিয়েটার সম্পর্কে লেখা পড়ি। ওটিটি প্ল্যাটফর্মে সংরক্ষিত হলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের থিয়েটার সম্পর্কে জানতে পারবে।

আরও পড়ুন-সরকারি চাকরিতে নিয়োগই হচ্ছে না, বেকারত্ব কমবে কী?

‘সোক্রাতেস’, ‘মনে জঙ্গলে’র মতো মঞ্চসফল নাটক দেখা যাচ্ছে এই ওটিটি প্লাটফর্মে। নাটকগুলোয় অভিনয় করেছেন রজতাভ দত্ত। তাঁর সঙ্গে কথা হল। তিনি জানালেন, আমি মঞ্চ ছাড়াও অন্য মাধ্যমে থিয়েটার দেখেছি। সেগুলো অন্য ভাষার থিয়েটার। ম্যাক্স মুলারে কিছু কাজ দেখার সুযোগ আমার হয়েছে। থিয়েটার একটা লাইভ পারফরমেন্স। কালের নিয়মে যখন বন্ধ হয়ে যায়, শেষ অভিনয় হয়ে যায়, তখন সেটা বেঁচে থাকে রেফারেন্সে, বইয়ে এবং বিভিন্নজনের স্মৃতিতে। কিন্তু কৌতুহল তো থাকেই।
তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে আমি অজিতেশ বন্দ্যোপাধ্যায়, শম্ভু মিত্রকে মঞ্চে দেখার সুযোগ পাইনি। বিভিন্ন সময় বিখ্যাত প্রযোজনাগুলো ফিরে দেখতে ইচ্ছে করে, সেইসঙ্গে দেখতে ইচ্ছে করে সেইসব প্রযোজনাও, যেগুলো ততটা বিখ্যাত নয়, ব্যবসায়িক সাফল্য পায়নি। কিন্তু দেখার কোনও সুযোগ নেই। কারণ নাটকগুলো সংরক্ষণ করা হয়নি। এখন এই ওটিটি প্ল্যাটফর্ম সংরক্ষণের কথা ভেবেছে। সাধারণ দর্শকেরা তো বটেই, যাঁরা রিসার্চ করেন, তাঁরাও উপকৃত হবেন। বয়সের কারণে বা শারীরিক অক্ষমতার কারণে অনেকেই প্রেক্ষাগৃহে গিয়ে নাটক দেখতে পারেন না। দূরের অনেকেই পারেন না কলকাতায় এসে নাটক দেখতে। এই দর্শকদের কাছে অ্যাপটি বিশেষ কার্যকরী ভূমিকা নেবে বলে আমার বিশ্বাস। অন্তত খানিকটা স্বাদ এনে দেবে বলা যেতে পারে। আমরা যাঁরা থিয়েটার ভালবাসি, তাঁদের কাছে এটা একটা দারুণ ব্যাপার।
অর্থাৎ, দৌড়াদৌড়ির দিন গিয়াছে। এখন হাতের মুঠোয় নাট্যমঞ্চ। মোবাইলে প্রায় ৩০০-র বেশি নাটক। চটপট অ্যাপ ডাউনলোড করে একে একে দেখে নিন বিভিন্ন নাট্যদলের উল্লেখযোগ্য প্রযোজনাগুলো। ঘরে বসেই ধারণা পেয়ে যান সাম্প্রতিক বাংলা নাটক সম্পর্কে।

Jago Bangla

Recent Posts

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

2 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

27 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago