নাটকীয় সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকা অধিনায়কের, লারার ৪০০ টপকানোর চেষ্টাই করলেন না মুল্ডার

অপরাজিত ৩৬৭ রানে ইনিংস ডিক্লেয়ার

Must read

বুলাওয়েও, ৭ জুলাই : অবিশ্বাস্য হলেও সত্যি। সুযোগ পেয়েও ব্রায়ান লারার ২১ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুল্ডার! ২০০৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ৪০০ করেছিলেন লারা। যা আজও টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড।
জিম্বাবোয়ের বিরুদ্ধে সোমবার লাঞ্চের সময় মুল্ডার অপরাজিত ছিলেন ৩৬৭ রানে। গোটা ক্রিকেট দুনিয়া অধীর আগ্রহে অপেক্ষা করছিল কতক্ষণে তিনি লারার বিশ্বরেকর্ড টপকে নয়া নজির গড়বেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ইনিংস ডিক্লেয়ার করে দেন মুল্ডার। ফলে মাত্র ৩৪ রানের জন্য অক্ষত থেকে গেল লারার সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ড। ক্যারিবিয়ান কিংবদন্তিকে সম্মান জানানোর জন্যই এই সিদ্ধান্ত।

আরও পড়ুন-গরিব বাড়ছে মোদির শাসনে, ঠেস গড়করির

তবে লারার রেকর্ড না ভাঙেলেও, ট্রিপল সেঞ্চুরি করার পথে দুর্দান্ত একটি নজির গড়েছেন মুল্ডার। কেশব মহারাজের বদলে এই টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। আর অধিনায়ক হিসাবে অভিষেক টেস্টে সর্বাধিক রানের নতুন কীর্তি গড়লেন। এর আগে এই রেকর্ড ছিল নিউজিল্যান্ডের গ্রাহাম ডাউলিংয়ের দখলে। তিনি ভারতের বিরুদ্ধে ২৩৯ রান করেছিলেন। মুল্ডার প্রথম ক্রিকেটার, যিনি অধিনায়ক হিসাবে অভিষেক টেস্টে ট্রিপল সেঞ্চুরি হাঁকালেন। এছাড়া টেস্টে দ্রততম ট্রিপল সেঞ্চুরি করার তালিকায় বীরেন্দ্র শেহবাগের পরেই রইলেন মুল্ডার। শেহবাগ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৭৮ বলে তিনশো করেছিলেন। মুল্ডার করেছেন ২৯৭ বলে।

Latest article