শুক্রবার রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র পেশ করলেন এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। মনোনয়নপত্র পেশ করার পরই তিনি ফোন করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে। ফোনে দ্রৌপদী দুই দলনেত্রীর সমর্থন চান। যদিও তৃণমূলনেত্রীর পরামর্শ মেনেই বিরোধীরা সম্মিলিতভাবে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে যশোবন্ত সিনহার নাম ঘোষণা করেছে।
আরও পড়ুন-ই-ইউ সদস্যপ্রার্থী দেশের মর্যাদা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে
শুক্রবার সংসদ ভবনে দ্রৌপদীর পক্ষ থেকে মোট চারটি মনোনয়ন জমা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেওয়ার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় ওড়িশা থেকে দিল্লি আসেন দ্রৌপদী। তার পরই তিনি দিল্লিতে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেন। এদিন শারদ পাওয়ারকেও ফোন করেন এনডিএ প্রার্থী।