রাষ্ট্রপতি হলেন ময়ূরভঞ্জের ভূমিকন্যা দ্রৌপদী মুর্মু, শুভেচ্ছাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

আজ ফলঘোষণার পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টুইটার হ্যান্ডেলে ভারতের ১৫তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানিয়েছেন।

Must read

রাষ্ট্রপতি (President) নির্বাচনে জয় পেলেন ভারতে ক্ষমতাসীন জোট এনডিএ’র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১১টা থেকে শুরু হয়েছিল ভোটগণনা। গণনা শেষের পর রাতে জানা গেল ভারতের ১৫তম রাষ্ট্রপতির নাম। দ্রৌপদীর জয়ে ভারত পেল ভারতবর্ষের ইতিহাসে প্রথম আদিবাসী নারী রাষ্ট্রপতি।

আরও পড়ুন-বৃষ্টিমুখর সমাবেশে নচিকেতার গলায় ‘তুমি আসবে বলে আকাশ মেঘলা’, মুখ্যমন্ত্রী মঞ্চে উঠতেই বৃষ্টি উধাও

প্রসঙ্গত আদিবাসী আবেগে নির্ভর করেই এবার প্রার্থী দাঁড় করিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির প্রস্তাবিত প্রার্থী যশবন্ত সিনহাকে সর্বসম্মতভাবে সমর্থন করেছে বিরোধী দলগুলো। গত সোমবার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটগ্রহণ হয়। প্রায় ৯৯ শতাংশ ভোট পড়ে সেদিনই। দেশের ৭৭১ জন সাংসদ এবং ৪ হাজার ২৫ জন বিধায়ক ভোটপ্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন। বৃহস্পতিবার, সংসদ ভবনে হয় ভোটগণনা।

আরও পড়ুন-ফাইনালে অন্নু রানি, বিশ্ব চ্যাম্পিয়নশিপ

আজ ফলঘোষণার পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টুইটার হ্যান্ডেলে ভারতের ১৫তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমি নির্বাচিত মাননীয়া রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানাতে চাই৷ আমাদের সংবিধানের আদর্শ রক্ষা করার জন্য এবং আমাদের গণতন্ত্রের রক্ষক হওয়ার জন্য দেশ আন্তরিকভাবে আপনাকে রাষ্ট্রপ্রধান হিসাবে দেখবে, বিশেষ করে যখন জাতি অনেক মতবিরোধে জর্জরিত।’

Latest article