কানপুর : রাহানে-পূজারা নন, বুধবার গ্রিন পার্কে সবার নজর কেড়ে নিলেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। ক্রিকেট কর্তা থেকে নিরাপত্তা কর্মী, মাঠের বাইরে ভিড় করে থাকা ক্রিকেট জনতা, সবাই দিনভর ব্যস্ত থাকলেন এক ঝলক ‘দ্য ওয়াল’কে দেখা এবং সেইসঙ্গে মোবাইল-বন্দি করায়। এবং অবধারিতভাবে গোটা মাঠে আওয়াজ উঠেছে ‘দ্রাবিড় …দ্রাবিড়’! ঠিক যেভাবে তাঁর ক্রিকেট জীবনেও এইরকম আওয়াজ উঠত।
শ্রীলঙ্কায় সিনিয়র দলকে নিয়ে গিয়ে একদিনের সিরিজ জিতে এসেছেন। তারপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০তে ৩-০ হোয়াইটওয়াশ। এবার দ্রাবিড়ের সামনে টেস্ট ম্যাচ। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম টেস্ট শুরু হচ্চে কানপুরে। বুধবার মাঠে এসে সবার আগে উইকেট দেখলেন রাহানেদের হেড কোচ। গ্রিন পার্কে এদিন তিনটি নেটে একযোগে প্র্যাকটিস করেন ভারতীয়রা। আর দ্রাবিড় ঘুরেফিরে হাজির সবক’টি নেটেই। তবে এদিন দ্রাবিড় আরও নজর কাড়লেন অফস্পিনার হিসাবে নেটে অবতীর্ণ হয়ে।
আরও পড়ুন : রাহানের মাথায় দল, কেনের লক্ষ্য স্পিনার
চেতেশ্বর পূজারা যখন ব্যাট করছিলেন, তখন তাঁকে অফস্পিন বল করেন ভারতীয় কোচ। ক্রিকেট জীবনে বোলার হিসাবে পাঁচটি আন্তর্জাতিক উইকেট রয়েছে দ্রাবিড়ের। তাঁর বল করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিসিসিআই লিখেছে, ‘সাম রাইট-আর্ম অফ-স্পিন এনিওয়ান?’ এরপর লেখা হয়েছে, ‘দ্যাট মোমেন্ট হোয়েন টিম ইন্ডিয়া হেড কোচ রাহুল দ্রাবিড় রোলড হিজ আর্ম ওভার ইন দ্য নেটস।’
খেলোয়াড় জীবনে ব্যাটিংয়ের পাশে অনেকটা সময় উইকেটকিপিং করেছেন দ্রাবিড়। এছাড়া একদিনের ক্রিকেটে চারটি ও টেস্টে একটি উইকেট নিয়েছেন তিনি। সেই অভিজ্ঞতাই এখন কাজে লাগাচ্ছেন দ্রাবিড়।