জয়পুর, ৪ সেপ্টেম্বর : জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব ছাড়লেও আইপিএল পৃথিবী থেকে দূরে থাকতে পারছেন না রাহুল দ্রাবিড়। নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল। রাজস্থান রয়্যালসের হেড কোচের ভূমিকায় দেখা যাবে রোহিত শর্মাদের প্রাক্তন হেড স্যারকে। ব্যাটিং কোচ হিসেবে ভারতীয় দলে দ্রাবিড়ের সহকারী বিক্রম রাঠোরকে আনতে পারে রয়্যালস।
আরও পড়ুন-টিএল জয়সওয়াল হাসপাতালে শিক্ষানবিশ নার্সদের সঙ্গে অভব্য আচরণ, কৈলাশ মিশ্রের উদ্যোগে গ্রেফতার অভিযুক্ত
ফ্র্যাঞ্চাইজি সূত্রের খবর, ইতিমধ্যেই রাজস্থানের চুক্তিপত্রে সই করেছেন সদ্য বিশ্বকাপজয়ী কোচ। যদিও দলের পক্ষ থেকে এখনও সরকারি ঘোষণা হয়নি। জয়পুরের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দ্রাবিড়-যোগ অনেক আগে থেকেই। খেলোয়াড় হিসেবে রাজস্থানের হয়ে আইপিএলে খেলেছেন। দলকে নেতৃত্বও দিয়েছেন। ২০১৪ এবং ২০১৫ সালে রাজস্থান রয়্যালসের টিম ডিরেক্টর ও মেন্টর হিসেবে কাজ করেছিলেন দ্রাবিড়। রাজস্থানের অধিনায়ক হিসেবে গত মরশুমে নজর কেড়েছেন সঞ্জু স্যামসন। তাঁর সঙ্গে ফের জুটি বাঁধছেন ভারতীয় দলের সদ্য প্রাক্তন কোচ। শুধু রাজস্থানেই নয়, অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের কোচ থাকার সময় থেকেই সঞ্জুর সঙ্গে কাজ করেছেন দ্রাবিড়।
আরও পড়ুন-জঙ্গলমহলে উদ্বোধন হল রাস্তা ও জলপ্রকল্পের
শোনা যাচ্ছে, ২০২৫ আইপিএলের নিলামের আগে কোন কোন ক্রিকেটারকে ধরে রাখা হবে, তা নিয়ে ফ্র্যাঞ্চাইজি কর্তারা ইতিমধ্যেই আলোচনা সেরেছেন নতুন কোচ দ্রাবিড় এবং অধিনায়ক সঞ্জুর সঙ্গে। দ্রাবিড় হেড কোচের দায়িত্ব নেওয়ায় রাজস্থানের ডিরেক্টর অফ ক্রিকেট পদে থাকা কুমার সঙ্গকারার দায়িত্ব ভাগ হয়ে যাচ্ছে। শ্রীলঙ্কার কিংবদন্তি এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এবং দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগের রয়্যালস টিমের দিকে বেশি নজর দেবেন।