নয়াদিল্লি, ১০ নভেম্বর : টি-২০ বিশ্বকাপ থেকে বিদায়ের সঙ্গে সঙ্গেই ভারতীয় ড্রেসিংরুমে সমাপ্তি ঘটেছে রবি শাস্ত্রী যুগের। শাস্ত্রী-যুগের পর এবার শুরু হচ্ছে দ্রাবিড়-যুগ। আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকেই টিম ইন্ডিয়ার ডাগআউটে দেখা যাবে তাঁকে। তবে এখন থেকেই নীরবে কাজ শুরু করে দিয়েছেন রাহুল দ্রাবিড়। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটারদের প্রধান সমস্যা শারীরিক এবং মানসিক ক্লান্তি। এই সমস্যা যাতে দ্রুত সমাধান করা যায়, তার জন্য বোর্ড কর্তাদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনাও সেরে রেখেছেন তিনি।
আরও পড়ুন : অ্যাম্বুলেন্সে শিশুমৃত্যু গ্রেফতার ৫
বিশ্বকাপে ভারতীয় দলের ব্যর্থতার প্রধান কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে ক্রিকেটারদের ক্লান্তি। বিদায়ী কোচ শাস্ত্রী তো কোনও রাখঢাক না করেই জানিয়েছেন, এমন দীর্ঘ সময় ধরে বায়ো বাবলে থাকলে স্যার ডন ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ও কমে যেত। শাস্ত্রীর এই মন্তব্যকে অনেকে অজুহাত হিসেবে দেখলেও, দ্রাবিড় কিন্তু নিজের পূর্বসূরির সঙ্গে এই বিষয়ে একমত। বোর্ড সূত্রের খবর, কীভাবে তারকা ক্রিকেটারদের মানসিক ও শারীরিকভাবে তরতাজা রাখা যায়, তার জন্য নির্দিষ্ট পরিকল্পনাও তৈরি করে ফেলেছেন দ্রাবিড়। এই পরিকল্পনার প্রথম ধাপ কিউয়িদের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে একঝাঁক সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া। শুধু তাই নয়, আগামী বছরে অস্ট্রেলিয়ার মাটিতে বসবে পরের টি-২০ বিশ্বকাপের আসর। তার জন্য এখন থেকেই ছক কষে রাখছেন দ্রাবিড়। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা এই বিষয়ে জানিয়েছেন, ‘‘ক্রিকেটারদের ক্লান্তির কথা দ্রাবিড়ের অজানা নয়। দ্রাবিড় বেশ কিছু ক্রিকেটারের তালিকা তৈরি করেছে, যারা টানা ম্যাচ খেলে ক্লান্ত। এদের কীভাবে বিশ্রাম দেওয়া হবে, তা নিয়ে ওর নির্দিষ্ট পরিকল্পনা তৈরি রয়েছে।’’