প্রতিবেদন: আই লিগের দ্বিতীয় ডিভিশনের ম্যাচে সুযোগ নষ্টের খেসারত দিয়ে পয়েন্ট নষ্ট করল ডায়মন্ড হারবার। প্রথম তিন ম্যাচ দাপটে জেতার পর রবিবার নেরোকা এফসি-র বিরুদ্ধে এগিয়ে থেকেও ১-১ ড্র করল কিবু ভিকুনার দল। আই লিগ টু-এ প্রথম পয়েন্ট নষ্ট করলেও লিগ টেবলে দ্বিতীয় স্থানেই রয়েছে ডায়মন্ড হারবার। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নরহরি শ্রেষ্ঠাদের। এক ম্যাচ বেশি খেলে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে চানমারি এফসি।
আইএফএ-র ব্যর্থতায় ম্যাচটি এদিন নৈহাটির পরিবর্তে হয় কল্যাণী স্টেডিয়ামে। প্রথমার্ধে ভাল ফুটবল না খেললেও ৩৭ মিনিটে গিরিক খোসলার গোলে এগিয়ে যায় ডায়মন্ড হারবার। নরহরির পাস থেকে অনবদ্য গোল করেন গিরিক। বিরতির আগেই প্রথমার্ধের সংযুক্ত সময়ে গোল শোধ করে দেয় নেরোকা। লিংকি মিতাই গোল করেন।
আরও পড়ুন-নক্ষত্র পতন
ম্যাচের শুরুতেই ১৪ মিনিটে রাঘব গুপ্তর চোট সমস্যায় ফেলে ডায়মন্ড হারবারকে। রাঘবের জায়গায় নামেন উইলিয়াম। কিন্তু কিবুর দলের খেলায় সেই চেনা ছন্দ দেখা যায়নি। দ্বিতীয়ার্ধে অবশ্য নিজেদের গুছিয়ে নিয়ে ভাল ফুটবল খেলে ডায়মন্ড হারবার। নেরোকা রক্ষণে একের পর আক্রমণ তুলে আনে কিবুর ছেলেরা। কিন্তু গোলের লকগেট খুলেও সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি ডায়মন্ড হারবার। নরহরি গোটা দুয়েক সহজ সুযোগ নষ্ট করেন। গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি জবিও। ফলে জয়সূচ্ক গোল আসেনি।
ডায়মন্ড হারবার এফসি-র সচিব মানস ভট্টাচার্য বলেন, ‘‘শুরুতে রাঘবের চোট সমস্যায় ফেলে দিল। কার্ড সমস্যায় মোহিত ছিল না। ভাগ্যও এদিন আমাদের সঙ্গ দেয়নি। দ্বিতীয়ার্ধে আমরাই দাপট দেখিয়েছি। কিন্তু অনেক চেষ্টা করেও গোলের মুখ খুলতে পারিনি আমরা। নরহরিরা অনেক সুযোগ নষ্ট করেছে। তবে ম্যারাথন লিগ। এখনও অনেক ম্যাচ আছে। হতাশ হওয়ার কিছু নেই।’’