শিলিগুড়ি বাঁচাতে মহানন্দায় ড্রেজিং

এবার মহনন্দা নদীতে ড্রেজিং করবে বন দফতর। শিলিগুড়ির দিকে সাড়ে তিন কিলোমিটার এবং উল্টো দিকে ২৫০ মিটার ড্রেজিং করা হবে।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : শিলিগুড়িকে বাঁচাতে এবার মহনন্দা নদীতে ড্রেজিং করবে বন দফতর। শিলিগুড়ির দিকে সাড়ে তিন কিলোমিটার এবং উল্টো দিকে ২৫০ মিটার ড্রেজিং করা হবে। সোমবার পুরো পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে এমনটাই জানালেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, একদিকে সেতু বিপজ্জনক হয়ে পড়ছে পাশাপাশি বন্যপ্রাণীরা নদী পার হতে গিয়ে সমস্যায় পড়ছে। কেন্দ্রীয় বন ও পরিবেশ দফতরের অনুমতি নিয়ে কাজ হবে।

আরও পড়ুন-রিপোর্ট পাঠালেন বিডিও, মেরামতি শুরু, ৪ জেলায় কমলা সতর্কতা, ভুটান ও সিকিম পাহাড়ে বৃষ্টি, ধস

সেই প্রক্রিয়াও প্রায় সেরে ফেলা হয়েছে৷ কিছু দিনের মধ্যেই এই কাজ শুরু হবে কাজ। প্রসঙ্গত, মহানন্দা অভয়ারণ্যের মধ্য দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী এই নদী দিয়ে বয়ে আসছে পাথর, পলি, যার ফলে নদীর বিভিন্ন জায়গায় চর পড়ে গিয়েছে। ফলে মূল নদী থেকে সরে গিয়ে অন্য দিক দিয়ে নদী বয়ে চলেছে। এই জন্য বন্যপ্রাণীদের চলাচলের ক্ষেত্রে যেমন অসুবিধা হচ্ছে ঠিক তেমনই নদীর দুপাড়ের অংশ ক্রমশ নদী গর্ভে চলে যাচ্ছে। এমনটা চলতে থাকলে শিলিগুড়ি শহর ও মহানন্দার গ্রাসে চলে যাওয়ার আশঙ্কা থাকছে। এই অবস্থায় মহানন্দা নদী ড্রেজিং না করলে খুব সমস্যা তৈরি হবে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার গোটা গুলমা এলাকা পরিদর্শন করেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের প্রধান মুখ্য বনপাল সৌমিত্র দাশগুপ্ত, উত্তরবঙ্গের বন্যপ্রাণী বিভাগের বনপাল রাজেন্দ্র জাখর-সহ অন্য আধিকারিকরা।

Latest article