হিমাচল প্রদেশের (Himachal Pradesh) স্কুলশিক্ষকদের জন্য নয়া পোশাকবিধি নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বুধবার হিমাচল প্রদেশের শিক্ষামন্ত্রী রোহিত ঠাকুর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই বার্তা দিয়েছেন তবে ঠিক কী ধরনের পোশাকবিধি হবে সেটা প্রকাশ্যে আসেনি। শিক্ষকদের স্কুলে ‘শালীন’ এবং ‘মার্জিত’ পোশাক পরে আসা উচিত বলে তিনি জানান। শালীন এবং মার্জিত অর্থাৎ কেমন ধরনের পোশাক সেটা যদিও স্পষ্ট নয়।
আরও পড়ুন-হিমাচল প্রদেশে শিক্ষকদের জন্য জারি নয়া পোশাকবিধি
এই মর্মে শিক্ষামন্ত্রী জানান সমাজে শিক্ষকদের একটি বিশেষ জায়গা রয়েছে। তাঁদের শালীন এবং মার্জিত পোশাক পরে স্কুলে আসা উচিত। শিক্ষকদের পোশাক পড়ুয়াদের মধ্যে প্রভাব ফেলে। যদিও এই পোশাকবিধি গোটা হিমাচল প্রদেশ জুড়ে কড়া ভাবে জারি করা হবে না। বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে কয়েকটি স্কুল স্বতঃপ্রণোদিত ভাবে এমন পদক্ষেপ করে। এটি রাজ্য জুড়ে কার্যকর হবে, সেই বিষয়ে নিশ্চিত না হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শিক্ষকদের শালীন এবং মার্জিত পোশাক পরার বোধ জাগ্রত করা যাতে ভদ্রতা বজায় থাকে সর্বস্তরেই এবং তারা যেন পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণ হতে পারে।